তুষার প্রতিরোধে চীনের প্রাথমিক সাফল্য অর্জিত হয়েছে। সড়ক, ট্রেন এবং বিমানসহ সকল যানবাহন চলাচল স্বাভাবিকভাবে শুরু হয়েছে। একই সঙ্গে বিদ্যুত্ এবং কয়লা সরবরাহের অবস্থারও সুষ্ঠু উন্নতি হয়েছে। ৫ ফেব্রুয়ারী চীনের রাষ্ট্রীয় পরিষদের কয়লা , বিদ্যুত্ এবং তেল সংক্রান্ত পরিচালনা কেন্দ্র পেইচিংয়ে এ তথ্য প্রকাশ করেছে।
এদিন এ কেন্দ্র আরো বলেছে, বৃষ্টি ও তুষারপাত জনিত দুর্ঘটনা এড়ানোর জন্য সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগকে বিপর্যয় , পরিবেশ দূষণ ও গণ-স্বাস্থ্যসহ বিভিন্ন মোকাবিলার কাজ জোরদার করার অনুরোধ জানিয়েছে।
চলতি বছরের জানুয়ারী মাসের মাঝামাঝি সময় থেকে চীনের দক্ষিণাঞ্চলের কিছু কিছু এলাকায় ব্যাপক বৃষ্টি ও অত্যধিক তুষারপাত হয়। এতে পরিবহন এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থার গুরুতর ক্ষতি হয়।--ওয়াং হাইমান
|