|
|
(GMT+08:00)
2008-02-06 18:49:18
|
চীন বৃষ্টি ও তুষারপাতের মধ্য দিয়ে বসন্ত উত্সবকে স্বাগত জানায়
cri
আজ ঐতিহ্যিক চীনা পঞ্জিকা অনুযায়ী চান্দ্র বর্ষের ঠিক আগের প্রথম দিন। চীনারা আজ থেকেই তাদের এক সপ্তাহব্যাপী ছুটি ভোগ করতে শুরু করছেন। তারা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহ্যিক উত্সবকে স্বাগত জানাচ্ছে। চীনের ঐতিহ্য অনুযায়ী, সাধারণত চীনারা বসন্ত উত্সবে পরিবারের সবার সঙ্গে পুনর্মিলনের জন্য বাড়িতে ফিরে যায়। তবে চীনের দক্ষিণাঞ্চলে গত মাসের মাঝামাঝি সময় থেকে নিম্ন তাপমাত্রা, অত্যধিক বৃষ্টি ও তুষারপাতসহ বিরূপ আবহাওয়া কবলিত হয়েছে। বেশ কিছু স্থানেই এটি যোগাযোগের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। দশ লাখ যাত্রী বাড়িতে ফিরে যাওয়ার পথে বিভিন্ন ষ্টেশনে আটকা পড়ে যায়। বর্তমানে সরকার ও বিভিন্ন পক্ষের ঐকান্তিক প্রচেষ্টায় বিভিন্ন স্থানের যোগাযোগ ব্যবস্থা ধাপে ধাপে পুনরুদ্ধার হচ্ছে।
অতিবৃষ্টি ও তুষারপাত চীনের কিছু কিছু অঞ্চলে বিদ্যুত সরবরাহের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত আরো আটটি জেলায় বিদ্যুত্ সরবরাহ চালু করা সম্ভব হবে না বলে অনুমান করা হচ্ছে।(লিলু)
|
|
|