এখন পর্যন্ত চীনের ১৩১টি দুর্গত জেলার বিদ্যুত্ সরবরাহ স্বাভাবিক হয়েছে।
৫ ফেব্রুয়ারী চীনের জাতীয় বিদ্যুত্ শক্তি তত্ত্বাবধান ও পরিচালনা কমিটির প্রধান প্রকৌশলী কু জুনইউয়ান এ কথা বলেন।
জানা গেছে, গত মাসের মাঝেমাঝি মধ্য দিক থেকে চীনে প্রায় ১৭০টি জেলায় তুষার দুর্যোগ চলছে। এই ১৩১টি জেলা ছাড়াও অন্যান্য জেলার বিদ্যুত্ স্থাপনা জরুরী ভিত্তিতে মেরামত করা হচ্ছে।
কু জুনইউয়ান বলেন, বিদ্যুত্ বিভাগ বসন্ত উত্সবের আগে এসব জেলার ৮০ শতাংশেরও বেশি থানার বিদ্যুত্ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করছে।
চীনের জাতীয় বিদ্যুত্ শক্তি তত্ত্বাবধান ও পরিচালনা কমিটির আরেকটি খবরে জানা গেছে, বর্তমানে সারা চীনের বিদ্যুত্ উত্পাদনে ব্যবহৃত কয়লার মজুদ বাড়ছে।
ছাই ইউয়ে
|