|
|
(GMT+08:00)
2008-02-05 19:49:08
|
শাদের শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য চীন ভূমিকা পালন করতে চায়
cri
শাদের শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য চীন বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে সম্মিলিত ভাবে ইতিবাচক ভূমিকা পালন করতে ইচ্ছুক। ৫ ফেব্রুয়ারী পেইচিংএ একটি তথ্য ব্রিফিংএ চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র এ কথা বলেছেন। তিনি বলেন, চীন আন্তরিকভাবে আশা করে যে, শাদের সংশ্লিষ্ট পক্ষগুলো অবিলম্বে লড়াই বন্ধ করে সংলাপ ও পরার্মশের মাধ্যমে সংশ্লিষ্ট সমস্যার সমাধান করবে। তিনি বলেন, শাদে সশস্ত্র সংঘর্ষের পর থেকে রাজধানী এনজামেনায় চীনা অধিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য চীনের পররাষ্ট্রমন্ত্রণালয় ও শাদের চীনা দূতাবাস চেষ্টা চালিয়ে আসছে। বতর্মানে অধিকাংশ চীনা অধিবাসী নিরাপদ এলাকা বা প্রতিবেশী দেশগুলোতে স্থানান্তরিত হয়েছে । তাদের মধ্যে চীনের মূল ভূভাগ থেকে যাওয়া চীনা প্রবাসী ও তাইওয়ান স্বদেশী রয়েছেন । তিনি বলেছেন, প্রবাসী চীনদেরকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়ায় ফ্রান্স এবং ক্যামেরুন সরকার সহ অন্যান্য প্রতিবেশী দেশের ব্যাপক সহায়তা ও সমর্থন পাওয়া গেছে।
|
|
|