৪ ফেব্রুয়ারী সন্ধ্যা পর্যন্ত, চীনের ৫ লাখ ৬৮ হাজার সামরিক বাহিনীর অফিসার ও সদস্য ত্রাণ কাজে অংশ নিয়েছে।
৫ ফেব্রুয়ারী চীনা গণ মুক্তি ফৌজের সাধারণ রাজনৈতিক বিভাগের জরুরী ত্রাণ ও সমন্বিত গ্রুপ জানিয়েছে, আগের দিন বিকাল ৬টা পর্যন্ত, সামরিক বাহিনী ও সশস্ত্র পুলিশ বাহিনীর মোট ৫ লাখ ৬৮ হাজার সদস্য, মিলিশিয়া-বাহিনীর ১৭ লাখ ৯০ হাজার সদস্য এবং ৫০টিরও বেশি বিমান নিয়োগ করা হয়েছে। তারা ৪৩ লাখ ৮০ হাজার দুর্গত লোক এবং ২০ লাখ টনেরও বেশি বিভিন্ন ধরনের ত্রাণ-সামগ্রী স্থানান্তর ও বহন করেছে।
(খোং চিয়া চিয়া)
|