২০০৮ সালের অলিম্পিক গেমস চলার সময় পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটি ৫৫টি ভাষায় বিশ্বের ২০৫টি দেশ ও অঞ্চলের খেলোয়াড়, প্রশিক্ষক ও কর্মকর্তাদেরকে সেবা দেবে।
পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির আন্তর্জাতিক যোগাযোগ কার্যালয়ের পরিচালক চাও হুইমিন পেইচিংয়ে এ কথা জানিয়েছেন। তিনি বলেন, পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটি দেশে বিদেশে দোভাষীর ব্যবস্থা রাখবে, যাতে গেমসের সময় ভাষা সেবার মান উন্নত করা যায়। পাশাপাশি বিদেশী অতিথিদের ভাষা সমস্যা দূর করার জন্য কমিটি ঐ সময় ২৪ ঘন্টার সেবা হটলাইন চালু করবে এবং ৫৫টি ভাষায় সেবা দেবে।
খবরে জানা গেছে, পেইচিং অলিম্পিক গেমসের সেচ্ছাসেবকদের তালিকাভূক্তির কাজ তাড়াতাড়ি শেষ হবে। অলিম্পিক গেমসের আগে এ কমিটি ভাষা সম্পর্কিত সেচ্ছাসেবকদেরকে প্রশিক্ষণ দেবে। (লিলি)
|