৫ ফেব্রুয়ারী চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং চিয়ে ছি অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন স্মিথের সঙ্গে বৈঠক করেছেন এবং যৌথভাবে প্রথম দফা চীন-অস্ট্রেলিয়া কৌশলগত সংলাপ কার্যকরী করেছেন।
দু'পক্ষ চীন-অস্ট্রেলিয়া সম্পর্ক উন্নয়নে দুই নেতা যে সব বিষয়ে মতৈক্যে পৌঁছেছেন তার মধ্যে রয়েছে, প্রথমত, উচ্চ পর্যায়ের যোগাযোগ জোরদার ও পারস্পরিক রাজনৈতিক আস্থা বাড়ানো। দ্বিতীয়ত, অভিন্ন স্বার্থ সম্প্রসারণ, পারস্পরিক কল্যানমূলক সহযোগিতা গভীরতর করা। তৃতীয়ত, সাংস্কৃতিক বিনিময় সম্প্রসারণ। চতুর্থত, সংলাপ ও যোগাযোগ জোরদার, স্পর্শকাতর সমস্যাগুলোর যথাযথভাবে পরিচালনা করা। পঞ্চমত, আঞ্চলিক সহযোগিতা ও জলবায়ুর পরিবর্তনসহ বিভিন্ন বহু পাক্ষিক বিষয়ে সহযোগিতা জোরদার এবং সম্মিলিত প্রচেষ্টায় আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ত্বরান্বিত করা।
এ দিন ইয়াং চে ছি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী কেভিন রাডের সঙ্গে সাক্ষাত করেছেন। রাড বলেন, অস্ট্রেলিয়া দু'দেশের সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্ব দেয়। অস্ট্রেলিয়ার লেবার পার্টি এক চীন নীতিতে অবিচল থাকবে। এ ছাড়া তিনি পেইচিং অলিম্পিক গেমসের সাফল্য কামনা করেছেন।
ইয়াং চিয়ে ছি বলেন, দু'দেশের সম্পর্কে বিশাল সুপ্ত সম্ভাবনা রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, বর্তমানে ছেন শুই বিয়েন কর্তৃপক্ষের 'জাতিসংঘে তাইওয়ানের অন্তর্ভূক্তির ওপর গণভোট অনুষ্ঠান' ও 'স্বাধীন তাইওয়ান' তত্পরতা গুরুতরভাবে তাইওয়ান প্রণালী এমনকি এশিয়া ও প্রশান্ত মহা সাগরীয় অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি ডেকে আনতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায়ের এর প্রতিবাদ করা উচিত। তিনি সর্বাত্মক চেষ্টার মাধ্যমে তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং তবে স্বাধীন তাইওয়ান তত্পরতাকে সহ্য করা হবে না।
(খোং চিয়া চিয়া)
|