শ্রীলংকার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসা ৪ ফেব্রুয়ারী বলেন, শ্রীলংকার সরকার অব্যাহতভাবে এল টি টি ই'র উপর সামরিক অভিযান চালিয়ে যাবে এবং জাতীয় সমস্যা সমাধানের জন্য তামিল জাতির জন্য গৃহীত পরিকল্পনা বাস্তবায়ন করবে।
রাজাপাকসা রাজধানী কলোম্বোয় স্বাধীনতার ৬০ তম বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত কুচকাওয়াজে বলেন, স্বাধীন হওয়ার পর শ্রীলংকায় দীর্ঘসময় ধরে সন্ত্রাস চলছে। গত দু'বছরে সরকারী বাহিনী পূর্বাঞ্চলীয় প্রদেশ মুক্ত করেছে এবং এল টি টি ই'র তত্পরতার আওতা মাত্র দু'টি অঞ্চলে সীমাবদ্ধ করে ফেলেছে। রাজাপাকসা বলেন, শ্রীলংকার সরকার প্রাদেশিক পর্যায়ে ক্ষমতা বিকেন্দ্রীয়করণ করে রাজনৈতিক পরিকল্পনা হাতে নিয়েছে, যা আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ এবং অধিক কার্যকর। (লিলি)
|