৪ ফেব্রুয়ারী সন্ধ্যায় প্রধানমন্ত্রীর ভবনে জাপানে সফররত আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী রাংগিন দাদফার স্পানতার সঙ্গে সাক্ষাত্কালে জাপানের প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদা বলেছেন, জাপান আফগানিস্তানের নিরাপত্তা ,পুনর্বাসন ও পুনর্গঠনের কাজে অব্যাহতভাবে সমর্থন দেবে।
ফুকুদা বলেছেন, জি-৮ শীর্ষ সম্মেলনের স্বাগতিক দেশ হিসেবে আফগানিস্তান পুনর্গঠনের বিষয় নিয়ে জাপান আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সমন্বয় করবে।
স্পানতা বলেছেন, আফগানিস্তানের পরিস্থিতির উন্নতি হচ্ছে। তিনি আশা করেন, জাপান অব্যাহতভাবে সাহায্য দেবে। উল্লেখ্য, তিনি জি-৮ শীর্ষ সম্মেলনে জাপান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন।(লিলু)
|