৪ ফেব্রুয়ারী ইরানের সরকারী তথ্যমাধ্যমগুলোতে জানা গেছে, এদিন ইরান তার প্রথম মহাকাশ ও উপগ্রহ কেন্দ্র চালু করেছে এবং উপগ্রহ উতক্ষেপনে ব্যবহার্য একটি রকেট পরীক্ষমূলকভাবে উতক্ষেপন করেছে।
একটি খবরে বলা হয়েছে, ইরানের প্রেসিডেন্ট মাহম্মুদ আহমাদিনেজাদ ও প্রতিরক্ষা মন্ত্রী মোস্তাফা মোহাম্মাদ নাজার সহ কর্মকর্তারা এই কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কেন্দ্রটিতে একটি ভূগর্ভস্থ নিয়ন্ত্রণ কেন্দ্র ও একটি উতক্ষেপন টাওয়ার আছে। ৪ ফেব্রুয়ারী ইরান এই কেন্দ্র থেকে নিজের তৈরী " আশা" নামের একটি উপগ্রহ উতক্ষেপন করবে।
|