বিশ্বের বৃহত্তম সাচং ইঞ্জিন কোম্পানি গুগল ৩ ফেব্রুয়ারি তার ওয়েবসাইটে মাইক্রো সফটের ইয়াহু কোম্পানিকে কিনে নেওয়ার উদ্যোগের বিরোধিতা করে বলেছে, এটা ইন্টারনেট শিল্পের উন্নয়নের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে।
মাইক্রো সফটের সার্চ ইঞ্জিন ইয়াহু কিনে নেওয়ার উদ্যোগ গ্রহণের খবর প্রকাশের পর এটাই গুগলের প্রথম খোলাখুলি প্রতিক্রিয়া। গুগল অভিযোগ তুলেছে, মাইক্রো সফট ইয়াহু কিনতে চায় কারণ এর মাধ্যমে তার ওয়েনটোস সোফ্টওয়র একচেটিয়াত্ব কায়েম করবে। এতে ইন্টারনেট উন্নয়নের উন্মুক্ত ও উদ্ভাবনী নীতি লংঘিত হবে।
পক্ষান্তরে মাইক্রো সফটের আইনজীবী বলেন, মাইক্রো সফট যদি ইয়াহু না কেনে তাহলে গুগল একচেটিয়া বাজার দখল করবে যা ইন্টারনেটের উন্মুক্ত প্রতিদ্বন্দ্বিতার নীতির লংঘন।
জানা গেছে, ১ ফেব্রুয়ারি মাইক্রো সফট ৪৪.৬ বিলিয়ন মার্কিন ডলারে ইয়াহু কেনি নেয়ার প্রস্তাব দিয়েছে। এই কেনার উদ্যোগ সফল হলে বিশ্বের হাইটেক বাজারে একটি বড় ঘটনা হিসেবে চিহ্নিত হবে। (ইয়াং ওয়েই মিং)
|