৪ ফেব্রুয়ারী প্রকাশিত বিশ্ব ব্যাংকের 'চীনের অর্থনীতির ওপর ত্রৈমাসিক রিপোর্টে' বলা হয়েছে, হংকং, ম্যাকাও ও তাইওয়ান ছাড়া ২০০৮ সালে চীনের জিডিপি'র প্রবৃদ্ধির হার হবে ৯.৬ শতাংশ ।
রিপোর্টে বলা হয়েছে, যদিও সামষ্টিক অর্থনীতিতে চ্যালেঞ্জ রয়েছে, তবুও চীনের অর্থনীতির প্রবৃদ্ধির ভবিষ্যত উজ্জ্বল। ২০০৮ সালে চীনের অর্থনীতিতে শক্তিশালী প্রবৃদ্ধি হার বজায় থাকবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকাশক্তি যোগানোর জন্য প্রয়োজনে সেখানে অভ্যন্তরীণ চাহিদা উত্সাহিত করার মতো অবস্থা রয়েছে।
উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বর মাসে প্রকাশিত 'চীনের অর্থনীতির ওপর ত্রৈমাসিক রিপোর্টে বিশ্ব ব্যাংক পূর্বাভাস দিয়েছিল যে, ২০০৮ সালে চীনের জিডিপি ১০.৮ শতাংশ হবে।
(খোং চিয়া চিয়া)
|