৩ ফেব্রুয়ারী মধ্য রাতে শাদের সেনাবাহিনীর একটি বিবৃতিতে বলা হয়েছে, রাজধানী এনজামেনা ও শাদের পূর্বাঞ্চলের আদ্রেতে সরকার-বিরোধী বিদ্রোহীদের আক্রমণ প্রতিহত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, সরকারী সেনাবাহিনী সরকার-বিরোধী বিদ্রোহীদের রাজধানী থেকে বিতাড়িত করে দিয়েছে। ৩ ফেব্রুয়ারী অন্য একটি বিদ্রোহী দল পূর্বাঞ্চলের সীমান্ত শহর আদ্রেতে আক্রমন চালায়, তবে তাদের আক্রমন ঠেকিয়ে দেওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, সরকার-বিরোধী বিদ্রোহীরা আর নতুন কুমকি হয়ে উঠবে না। এখন সরকারী বাহিনী বিদ্রোহীদের পিছনে ধাওয়া করছে। অন্য দিকে সরকার-বিরোধী বিদ্রোহীরা জানিয়েছে ১ ফেব্রুয়ারী রাজধানীর ওপর আক্রমণ করা দলটি এখন শহরের উত্তর দিকে সরে গেছে। তারা নতুন হামনার জন্য প্রস্তুত।
উল্লেখ্য, রাজধানীতে শাদের বাহিনী ও সরকার-বিরোধী বিদ্রোহীদের মধ্যে তুমুল লড়াই হওয়ায় শাদের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে।
|