v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-02-04 19:11:19    
'ভাগ্যবান পেইচিং' প্রতিযোগিতাগুলো আসন্ন পেইচিং অলিম্পিক গেমসের অভিজ্ঞতা অর্জনের সহায়ক(ছবি)

cri

যদিও পেইচিং অলিম্পিক গেমস আরো কয়েক মাস পর অনুষ্ঠিত হবে। তবুও এখন পেইচিংয়ে ধারাবাহিক অলিম্পিক গেমস সম্পর্কে প্রতিযোগিতা আয়োজিত হচ্ছে। এসব প্রতিযোগিতা হল 'ভাগ্যবান পেইচিং' নামে ধারাবাহিক প্রতিযোগিতা। এসব প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্য হল এর মাধ্যমে পেইচিং অলিম্পিক গেমস আয়োজনের সামর্থ্য পরীক্ষা করা। কর্মসূচী অনুযায়ী, পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটি ২০০৭ ও ২০০৮ সালে মোট ৪২টি এ ধরণের প্রতিযোগিতার আয়োজন করবে। ২০০৭ সালে ২৬টি প্রতিযোগিতা আয়োজিত হয়েছে। তাহলে এসব প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্য বাস্তবায়িত হবে কি? এখন আমি আপরাদেরকে এ সম্পর্কে কিছু কথা বলবো।

গত অক্টোবর পর্যন্ত ১৯টি ভাগ্যবান পেইচিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে ১৮টি অলিম্পিক গেমসের প্রতিযোগিতা ও একটি প্রতিবন্ধী অলিম্পিক গেমসের প্রতিযোগিতা রয়েছে। মোট ৪৫১৪জন ক্রীড়াবিদ এবং ১০৬৮জন আন্তর্জাতিক ক্রীড়া ফেডারেশনের কর্মকর্তা ও প্রযুক্তি কর্মকর্তা অংশ নিয়েছেন। সাক্ষাত্কার নেয়া এবং নমিডিয়া কাভারেজের জন্য ১০হাজারেরও বেশি সাংবাদিক এসব প্রতিযোগিতায় অংশ নেন এবং দুই লাখ ৫০হাজার লাখ দর্শক প্রতিযোগিতাগুলো দেখেন। এ ধারাবাহিক প্রতিযোগিতার ফলাফল সম্পর্কে পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিশনের ভাইস নির্বাহী চেয়ারম্যান ও ভাগ্যবান পেইচিং প্রতিযোগিতার সাংগঠনিক

কমিটির কার্যালয়ের উপপরিচালক ইয়াং শুআন বলেছেন, 'ভাগ্যবান পেইচিং প্রতিযোগিতাগুলো থেকে দেখা যায়, সবগুলো স্টেডিয়াম ও স্থাপনা অলিম্পিক গেমসের সঙ্গে সংগতিপূর্ণ। আমরা এর মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করেছি। স্বেচ্ছাসেবকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। প্রযুক্তি ব্যবস্থা ও সংশ্লিষ্ট সিস্টেম স্বাভাবিকভাবে কার্যকর রয়েছে। নিরাপত্তা সুরক্ষা, পরিবহন, পৌর প্রশাসন, পরিবেশ সুরক্ষা, চিকিত্সা, খাদ্য ও বাসস্থানসহ মৌলিক অবস্থান নিশ্চিত করা হচ্ছে।'

বিভিন্ন পক্ষ ভাগ্যবান পেইচিং ধারবাহিক প্রতিযোগিতার ওপর ইতিবাচক মূল্যায়ন করেছে। আন্তর্জাতিক অলিম্পিক কমিশনের চেয়ারম্যান জ্যাকস রগ জাপান বিশ্ব ট্র্যাক ও ফিল্ড চ্যাম্পিয়নশীপে বলেছেন, আমি ভাগ্যবান পেইচিং প্রতিযোগিতাগুলোর আয়োজনে সন্তুষ্ট। আন্তর্জাতিক অলিম্পিক কমিশনের পেইচিং অলিম্পিক গেমস সমঝোতা কমিশনের চেয়ারম্যান হেইন ভার্ব্রুগেন বলেছেন, 'গত কয়েক মাসে আমরা পেইচিং, ছিংতাও ও হংকংয়ে অনুষ্ঠিত অনেক পরীক্ষামূলক প্রতিযোগিতা পরিদর্শন করেছি। এসব প্রতিযোগিতায় সাফল্যও অর্জিত হয়েছে এবং নির্ধারিত লক্ষ্যও বাস্তবায়িত হয়েছে।'

এখন ১১টি বিভিন্ন বিষয়ক আন্তর্জাতিক ক্রীড়া ফেডারেশন এ ধারাবাহিক প্রতিযোগিতার মূল্যায়ন সংক্রান্ত রিপোর্ট উত্থাপন করেছে। ইয়াং শুআন এ সম্পর্কে বলেছেন, 

'ফেডারেশনগুলো অনুষ্ঠিত ভাগ্যবান পেইচিং প্রতিযোগিতাগুলো সম্পর্কে উচ্চ পর্যায়ের মূল্যায়ন করেছে। তারা মনে করে, পেইচিং অলিম্পিক গেমস কমিটি গত এক বছরে এত উচ্চ পর্যায়ের প্রতিযোগিতা আয়োজন করেছে যে, তা তাদের কল্পনাকেও ছাড়িয়ে গেছে।'

আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ও বিভিন্ন বিষয়ক আন্তর্জাতিক ক্রীড়া ফেডারেনশের মতামত ছাড়াও পেইচিং অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটি সকল চীনা নাগরিকদের মতামতের ওপর আরো বেশি গুরুত্ব দেয়। তারা একটি কোম্পানির মাধ্যমে এ মতামত জরীপ করেছে। চীনা নাগরিকরা সাধারনত মনে করেন, ভাগ্যবান পেইচিং ধারাবাহিক প্রতিযোগিতা উচ্চ পর্যায়ে পৌঁছেছে এবং স্টেডিয়ামগুলোর কার্যকর অবস্থা খুবই সুষ্ঠু।

কিন্তু পেইচিং অলিম্পিক গেমসের সংগঠকরা তারপরও এখনো সন্তষ্ট নয়। তারা জানেন ভাগ্যবান পেইচিং প্রতিযোগিতাগুলো আয়োজনের লক্ষ্যকী। ভার্ব্রুগেন বলেছেন, '

পরীক্ষামূলক প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্য হল অভিজ্ঞান নেয়া। আসলে লক্ষ্য হল প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে নিজদের আরো অভিজ্ঞ ও গেমসের উন্নয়ন করা।'

ইয়াং শুআন বলেছেন, 'পরীক্ষামূলক প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে সকল সমস্যার সমাধান করে ২০০৮ সালে অলিম্পিক গেমসের উন্নয়ন, পুর্ণাংগকরণ ও সফল আয়োজন নিশ্চিত করা হবে।'

তিনি আরো বলেছেন, পরীক্ষামূলক প্রতিযোগিতাগুলো আয়োজনের মাধ্যমে সংগঠকরা পেইচিং অলিম্পিক গেমসের আয়োজনে কিছুটা সন্তুষ্ট। কারণ এর মাধ্যমে তারা আরো বেশি মূল্যবান অভিজ্ঞতা অর্জন করতে পেরেছে।

তিনি বলেছেন, ভাগ্যবান পেইচিং নামে ধারাবাহিক পরীক্ষামূলক প্রতিযোগিতাগুলোর অভিজ্ঞতা লাভ করায় পেইচিং অলিম্পিক গেমস আয়োজনে কোনো প্রকার বাধা আর থাকবে না।