ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাক ৩ ফেব্রুয়ারী মন্ত্রি -সভার বৈঠকে লেন, তিনি ইসরাইল এবং মিসর সীমান্তে একটি পৃথকীকরণ দেয়াল নির্মাণকে সমর্থন করেন।
বারাক বলেন, বর্তমানে ইসরাইল এবং মিসরের সীমান্তে বিশেষ করে নিতজানা এবং এইলাতের কাছাকাছি পৃথকীকরণ দেয়াল নির্মাণ করা খুব প্রয়োজন। তিনি আরো বলেন, সীমান্তে সন্ত্রাস দমন এবং অপরাধ প্রতিরোধ তত্পরতা অবিলম্বে শুরু করা হবে। (লিলি)
|