৪ ফেব্রুয়ারী সকালে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের অদূরে গুরুত্বপূর্ণ সামরিক শহর রাওয়ালপিণ্ডিতে সেনাবাহিনীর একটি গাড়িতে আত্মঘাতী হামলায় কমপক্ষে ১০জন নিহত এবং ২৫ জন আহত হয়েছে।
বোমা বিস্ফোরণ রাওয়ালপিণ্ডির সাদ্দার এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। একজন আত্মঘাতী হামলাকারী একটি সেনাবাহী বাসের পেছনে নিজের মোটর-সাইকেল থেকে বোমা বিস্ফোরণ ঘটায়। এতে বাসটি ধ্বংস এবং কমপক্ষে ১০জন নিহত হয়। এর সঙ্গে সঙ্গে অন্য আরেকটি সামরিক গাড়ী ও অন্য গাড়ীও ধ্বংস হয়েছে। আহতদেরকে কাছাকাছি হাসপাতালে পাঠানো হয়েছে।
বোমা বিস্ফোরণের পর, পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ সেনা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে জরুরী বৈঠক করেন। এ পর্যন্ত কোনো ব্যক্তি বা সংস্থা এই আত্মঘাতী হামলার দায় দায়িত্ব স্বীকার করে নি।
(খোং চিয়া চিয়া)
|