ফিলিস্তিনের গাজা এলাকার সমস্যা সমাধানে এমন পদক্ষেপ নেওয়া উচিত যাতে সেখানে ফিলিস্তিনীদের আর ক্ষুধার যন্ত্রনা ভোগ না করতে হয়।
আরব লীগের মহাসচিব আমর মুসা ৩ ফেব্রুয়ারী জোর দিয়ে এ কথা বলেন।
এ দিন তিনি কায়রো সফররত ইইউ'র কূটনীতি ও নিরাপত্তা বিষয়ক উচ্চ পর্যায়ের প্রতিনিধি হাভিয়ার সোলানার সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর এক যৌথ সংবাদ ব্রিফিং-এ মুসা বলেন, গাজার ওপর ইসরাইল আরোপিত অবরোধে ফিলিস্তিনীরা খাদ্যের অভাবে বিপন্ন ও খুব বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে রয়েছে। এই অবস্থার অবসান হওয়া দরকার। মুসা সংশ্লিষ্ট পক্ষগুলোকে সম্মিলিতভাবে যত তাড়াতাড়ি সম্ভব ফিলিস্তিনের বিভিন্ন দলের মধ্যে বিভক্তির অবসান ঘটনোর আহ্বান জানিয়েছেন।
সোলানা বলেছেন, ২০০৫ সালে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, ইইউ রাফাহ স্থলবন্দরের কাজ পুণরায় শুরু করবে।
(খোং চিয়া চিয়া)
|