ইরানের পরমাণু পরিকল্পনা নিয়ে অমীমাংসিত সমস্যাগুলোতে আন্তর্জাতিক পরমাণু শক্তির প্রয়োসে কিছু অগ্রগতি হয়েছে। ৩ ফেব্রুয়ারী মিসর সফররত আন্তর্জাতিক পরমাণু শক্তির মহাপরিচালক মোহামেদ আল-বারাদেই কায়রোতে এ কথা জানান।
আরব লীগের মহাসচিব আমর মুসার সঙ্গে সাক্ষাত্-এর এর পর তিনি বলেন,ইরানে ব্যাপক তদন্ত চালানোর জন্য আন্তর্জাতিক পরমাণু শক্তিকে ইরান বিপুলমাত্রায় সহযোগিতা করবে বলে তিনি আশাবাদী।
বারাদেই জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ইরানের বহুপাক্ষিক আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, পরমাণু সমস্যায় ইরানের স্বচ্ছতা থাকলেও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে পারস্পরিক আস্থা গড়ে তোলা জরুরি ।--ওয়াং হাইমান
|