লিবিয়ার সংবাদ মাধ্যমের ২ ফেব্রুয়ারির খবরে জানা গেছে, লিবিয়ার নেতা মোয়ামের গাদ্দাফি রাতে শাদের সরকার-বিরোধী গেরিলা নেতা মুহাম্মদ নুরি'র সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এই টেলিফোন সংলাপের পর পর নুরি যুদ্ধবিরতি গত অক্টোবরে স্বাক্ষরিত শান্তি চুক্তি নিয়ে আলোচনায় সবতে রাজি হয়েছেন।
রাতে গাদ্দাফি আলাদাভাবে শাদের প্রেসিডেন্ট ইদ্রিস দেবাই কঙ্গো প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ডেনিস সাসো এনগুয়েসো এবং গ্যাবনের প্রেসিডেন্ট আল-হাজ ওমর বঙ্গোর সঙ্গে শাদের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। শাদের প্রেসিডেন্ট দেবাই বলেন, শাদ এখনও সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
সদ্য শেষ হওয়া আফ্রিকা ইউনিনের দশম শীর্ষ সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী, কঙ্গো ও লিবিয়ার প্রেসিডেন্ট শাদের সরকার ও বিরোধী গেরিলাদের মধ্যে মধ্যস্থতার দায়িত্ব পালন করবেন। সম্মেলন শেষে প্রকাশিত ঘোষণায় শাদের সরকার-বিরোধী বাহিনীর সহিংসতার মাধ্যমে সরকার পরিবর্তনের চেষ্টার তীব্র নিন্দা করা হয়েছে। নব নির্বাচিত আফ্রিকা ইউনিয়নের পালাক্রমিক চেয়ারম্যান , তানজানিয়ার প্রেসিডেন্ট জাকায়া মৃশো কিকুয়েতে বলেন, শাদের সরকার-বিরোধী বাহিনী ক্ষমতা দখল করলেও আফ্রিকা ইউনিয়ন তাদেরকে স্বীকৃতি দেবে না। (ইয়াং ওয়েই মিং)
|