৩ ফেব্রুয়ারি সার্বিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় সকাল ৭টা থেকে সার্বিয়ার ৬৭ লাখ ২০ হাজার ভোটার ভোটদান শুরু করে। ভোট গ্রহণ স্থানীয় সময় সন্ধ্যা ৮টায় শেষ হওয়ার কথা। ভোটের ফলাফল ৭ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে।২০ জানুয়ারি প্রথম দফা ভোটের ফলাফল অনুযায়ী, সার্বিয়ার রেডিক্যাল পার্টির ভাইস প্রেসিডেন্ট টমিস্লাভ নিকোলিচ এবং বর্তমান প্রেসিডেন্ট বোরিস তাদিচ দ্বিতীয় দফা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সার্বিয়ার নির্বাচনী আইন অনুযায়ী, যদি দু'জন প্রেসিডেন্ট প্রার্থী দ্বিতীয় দফায় সমান ভোটি পান তাহলে ১৫ দিনের পর তৃতীয় দফা ভোট অনুষ্ঠিত হবে।
২০০৬ সালের জুন মাসে সার্বিয়া স্বাধীন হাওয়ার পর এটাই প্রথম প্রসিডেন্ট নির্বাচন। (ইয়াং ওয়েই মিং)
|