নিচু তাপমাত্রা, বৃষ্টি ও তুষার দুর্যোগ বিপর্যস্ত চীনের হুনান, কুইচৌ এবং চিয়াংসিসহ দুর্গত প্রদেশগুলোতে ধারাবাহিকভাবে উদ্ধার কাজ চালিয়ে জনগণের মৌলিক জীবনযাত্রা নিশ্চিত করার চেষ্টা চলছে।
২ ফেব্রুয়ারী রাত ৮টা পর্যন্ত দুর্যোগ পরিস্থিতি এবং উদ্ধার কাজ সম্পর্কিত চীনের নাগরিক ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের হিসেবে থেকে জানা গেছে, হুনান প্রদেশের বিভিন্ন পর্যায়ের সরকারের ১০ কোটি ৭০ লাখ রেনমিনপির বরাদ্দ কাজে লাগিয়ে মোট ৪ লাখ ৩০ হাজার মানুষকে নিরাপদ জায়গায় স্থানান্তরিত হয়েছে। কুইচৌ, চিয়াংসি ও আনহুই প্রদেশের সংশ্লিষ্ট বিভাগ বিপুল শ্রমশক্তি ও সাজ-সরঞ্জাম নিয়োগ করে উদ্ধার কাজ চালাচ্ছে।
চীনের রাষ্ট্রীয় পরিষদের কয়লা, বিদ্যুত্ পরিবহন এবং উদ্ধার বিষয়ক জরুরি পরিচালনা কেন্দ্র সূত্রে জানা গেছে, ২ ফেব্রুয়ারী রাত ৮টা পর্যন্ত চীনের রেল পরিবহনের শৃঙ্খলার অগ্রগতি বেশ ভাল। দুর্গত প্রদেশের বিভিন্ন বিমান বন্দরেও ধাপে ধাপে শৃঙ্খলা ফিরে আসছে।
চীনের রেলপথ মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ইয়ং ৩ ফেব্রুয়ারী পেইচিংয়ে বলেন, সারা দেশে রেল চলাচল প্রায় স্বাভাবিক হয়ে এসেছে। তবে দক্ষিণাঞ্চলের কুয়াংচৌ শহরে কয়েক মিলিয়ন যাত্রী এখনো অপেক্ষমান। (লিলি)
|