আফ্রিকান ইউনিয়নের নবনির্বাচিত পালাক্রমিক চেয়ারম্যান, তাঞ্জানিয়ার প্রেসিডেন্ট জাকায়া মৃশো কিকওয়েতে ২ ফেব্রুয়ারী আফ্রিকান ইউনিয়নের ১০ম শীর্ষ সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে বলেন, আফ্রিকার দেশগুলোর উচিত ব্যাপক উদ্যোগ গ্রহণের মাধ্যমে শিল্প উন্নয়নের প্রক্রিয়াকে দ্রুততর করা। যাতে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং জনগণের জীবনযাত্রার মানের উন্নয়ন করা যায়। কিকওয়েতে আরো বলেন, এবারের শীর্ষ সম্মেলনের অন্যতম প্রধান সাফল্য হলো সুষ্ঠুভাবে আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং বিভিন্ন কমিশনার নির্বাচিত করতে পারা।
আফ্রিকান ইউনিয়নের কমিশনের নবনির্বাচিত চেয়ারম্যান, গ্যাবনের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী জিন পিং বলেন, বর্তমানে আফ্রিকার সামনে বহু সমস্যা। তা সত্ত্বেও তিনি বিশ্বাস করেন, আফ্রিকার বিভিন্ন দেশের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যত অপেক্ষা করছে। তিনি বলেন, আফ্রিকান ইউনিয়ন কমিশনের আফ্রিকার বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা চালিয়ে আফ্রিকার ঐক্য ও উন্নয়ন বাস্তাবায়নের চেষ্টা চালিয়ে যাবে। (লিলি)
|