১ ফেব্রুয়ারী ক্যানাডার অনটারিও ও কুইবেক প্রদেশে তুষারঝড় হয়েছে। এই বৈরী আবহাওয়ার কারনে শত শত সড়ক দুর্ঘটনা হয়েছে এবং বেশ কয়েকটি এয়ার লাইনের বিমান যাত্রা স্থগিত বা বাতিল করা হয়েছে। তা ছাড়া, কয়েকটি স্কুলও বন্ধ রাখা হয়েছে।
আবহাওয়ার পূবার্ভাসে বলা হয়েছে, ১ ফেব্রুয়ারী সকালে এ দু'টো প্রদেশের ওপর তুষারঝড় আঘাত হানে। অনেক জায়গায় ঝড় , বৃষ্টিসহ তুষারপাত এবং শিলাবৃষ্টি হয়েছে। ২ ফেব্রুয়ারী বিকাল পযর্ন্ত এ দু'টো প্রদেশে ২০ থেকে ৪০ সেন্টিমিটার তুষার জমা পড়েছে।
এই প্রতিকূল আবহাওয়ায় জনজীবন ভয়ংকর বিপর্যস্ত হয়ে পড়েছে। অনটারিও প্রদেশে পুলিশের হিসেব অনুযায়ী, সারা প্রদেশে আধাবেলার মধ্যে পাচ শতাধিক সড়ক দুর্ঘনার ঘটনা ঘটেছে। টোরোনটো ও মনট্রিল বিমান বন্দরগুলোতে শতাধিক এয়ার লাইন তাদের বিমানের যাত্রাস্থগিত বা বাতিল করেছে।
|