২ ফেব্রুয়ারী হচ্ছে বিশ্ব জলাভূমি দিবস। চীনের জাতীয় বন শিল্প ব্যুরোর মহাপরিচালক চিয়া চিপাং ২ ফেব্রুয়ারী পেইচিংয়ে বলেন, চীন জলাভূমি সংরক্ষণ জোরদার করবে।
এ বছর বিশ্ব জলাভূমি দিবসের প্রতিপাদ্য হলো "স্বাস্থ্যকর জলাভূমি এবং স্বাস্থ্যবান মানবজাতি"। চিয়াং চিপাং ২০০৮ সালের বিশ্ব জলাভূমি দিবসের অনুষ্ঠানে বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চীন সরকারের মোট ২৬ বিলিয়ন রেনমিনপিরও বেশি বরাদ্দ করায় সারা দেশের ৪৭ শতাংশ প্রাকৃতিক জলাভূমি কার্যকরভাবে সংরক্ষিত হয়েছে।
চিয়া চিপাং আরো বলেন, ভবিষ্যতে চীন অব্যাহতভাবে দেশের জলাভূমি সংরক্ষণ প্রকল্প নির্মাণ এগিয়ে নিয়ে যাবে, ভালোভাবে জলাভূমি সংরক্ষণ আইন প্রণয়ন করবে, মনোযোগ দিয়ে সংশ্লিষ্ট আন্তর্জাতিক চুক্তি অনুসরণ করবে এবং জলাভূমির সংরক্ষণ ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা চালাবে। (লিলি)
|