v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-02-01 21:29:06    
ব্রিটেন

cri

    ব্রিটেন ইউরোপের পশ্চিমাঞ্চলে অবস্থিত। দেশটির আয়তন ২.৪৩৬ লাখ বর্গকিলোমিটার। এর মধ্যে ইংল্যান্ডের আয়তন ১.৩০৪ লাখ, স্কটল্যান্ডের ৭৮ হাজার এবং

উত্তর আয়ারল্যান্ডের ১৩.৬ সহস্রাধিক বর্গকিলোমিটার। দেশটি আয়ারল্যান্ডের সঙ্গে সংলগ্ন। তটরেখার দৈর্ঘ্য মোট ১১ হাজার ৪৫০ কিলোমিটার। লোকসংখ্যা ৬.০২ কোটি। সরকারী ও রাষ্ট্র ভাষা ইংরেজি। রাজধানি লন্ডন,যেটি পেইচিংয়ের একটি বন্ধু শহর।

ব্রিটেন বিশ্ব অর্থনীতির শক্তিশালী দেশগুলোর মধ্যে অন্যতম। তার জি ডি পির মোট পরিমাণ পশ্চিমা দেশগুলোর মধ্যে সর্বাধিক। দেশটির সেবা শিল্প ও জ্বালানি সম্পদ অব্যাহতভাবে বাড়ছে।এতে বাণিজ্য, অর্থ এবং বীমা শিল্পের দ্রুত উন্নয়ন হয়েছে। তবে জাতীয় অর্থনীতিতে নির্মাণ শিল্পের নিম্নমুখী প্রবণতা সৃষ্টি হয়েছে।

২০০২ সালে ব্রিটেনের অর্থনীতির মোট পরিমাণ বিশ্বের চতুর্থ স্থানে ছিল। পুঁজি বিনিয়োগকারী দেশ হিসেবে বৃটেন দ্বিতীয় বৃহত্তম। ব্যক্তি মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠান

হচ্ছে ব্রিটেনের অর্থনৈতিক কাঠামোর একটি গুরুত্বপূর্ণ অংশ। জি ডি পি'র ৬০ শতাংশ আসে ব্যক্তিখাত থেকে। সেবা শিল্প আধুনিক দেশগুলোর উন্নয়নের একটি মানদন্ড হিসেবে অপরিহার্য ভূমিকা পালন করছে। ব্রিটেনের সেবা খাতের কর্মীদের সংখ্যা মোট লোকসংখ্যার ৭৭.৫ শতাংশ । এর আর্থিক মূল্যও জি ডি পি'র ৬৩

শতাংশ বেশি। এছাড়া, ব্রিটেন হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে অন্যতম জ্বালানি সমৃদ্ধ দেশ এবং বিশ্বে তেল ও প্রাকৃতিক গ্যাস উত্পাদনকারী দেশগুলোর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ । দেশটির প্রধান জ্বালানি সম্পদের মধ্যে রয়েছে কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাস, পরমাণু শক্তি এবং পানিসম্পদ। ব্রিটেনে খনিজ লোহার মজুদের মোট পরিমান ৭ বিলিয়ন টন এবং প্রাকৃতিক গ্যাসের মজুদের মোট পরিমাণ প্রায় ১২.২৬ থেকে ৩৮ ট্রিলিয়ন কিউবিক মিটার ।২০০১ সালে বিদ্যুত্

উত্পাদনের মোট পরিমাণ ৩৩.২ কোটি কিলোওয়াট-ঘন্টা। এর মধ্যে পরমাণু বিদ্যুত্ কেন্দ্রের সরবরাহ ৯ কোটি কিলোওয়াট-ঘন্টা। বনাঞ্চজলের আয়তন ২৭.৯ লাখ হেকটর।

ব্রিটেন জাতিসংঘের স্থায়ী সদস্য দেশগুলোর অন্যতম এবং পাঁচটি পরমাণু শক্তি দেশের একটি।১৯৯৮ সালে চীন ও ব্রিটেনের নেতারা সফর বিনিময় করেন এবং

সার্বিক অংশীদারিত্বের সম্পর্ক প্রতিষ্ঠা করেন। ১৯৯৯ সালের আগস্ট মাসে চীনের সাবেক প্রেসিডেন্ট চিয়া চে মিন ব্রিটেনে রাষ্ট্রীয় সফর করেন। ২০০৪ সালের মে মাসে চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও ব্রিটেন আনুষ্ঠানিকভাবে সফর করেন। দু'দেশের যৌথ প্রস্তাব প্রকাশিত হয়। ২০০৫ সালের সেপ্টেম্বর মাসে ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার চীন সফর করেন। ২০০৫ সালের নভেম্বর মাসে চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ব্রিটেন সফর করেন। --ওয়াং হাইমান