১ ফেব্রুয়ারী জার্মানী ও ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রীকে কাছে পাঠানো চিঠিগুলোতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস আফগানিস্তানের সামরিক অভিযানে আরও ব্যাপকভাবে অংশ নেওয়ার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন।
জার্মানীর সুডেটসে জিতাং পত্রিকার একটি খবরে বলা হয়েছে , জার্মানীর প্রতিরক্ষামন্ত্রী ফ্রাঞ্জ জোসেফ জাংয়ের কাছে পাঠানো চিঠিতে রর্বাট গেটস জার্মান সরকারকে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের লড়াইয়ে অংশ নেওয়ার জন্য ৩২০০ জার্মান সৈন্য পাঠানোর অনুরোধ করেছেন। তা ছাড়া, তিনি আফগানিস্তানের উত্তরাংশে জার্মান সৈন্যদের কার্যক্রমের স্বীকার দিয়ে তালিবান ও আল কায়েদা জঙ্গীদের বিরুদ্ধে সামরিক অভিযানে জার্মানী সহ ন্যাটো দেশগুলো অংশ নিচ্ছে না বলে অভিযোগ করেন। ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী হারভে মোরিনের কাছে পাঠানো চিঠিতে রর্বাট গেটস বলেন, যুক্তরাষ্ট্র আফগানিস্তানে অভিযান জোরদার করবে। তিনি আফগানিস্তানে ন্যাটোর আর্ন্তজাতিক নিরাপত্তা সহায়তা বাহিনীর সকল সদস্যকে মার্কিন সরকারের সিদ্ধান্তকে সমর্থন করার আহ্বান জানিয়েছেন।
|