৩১ জানুয়ারি চীনের প্রধানমন্ত্রী হু চিন থাও শান সি, হো পেই প্রদেশের কয়লা উত্পাদন ও সরবরাহের অবস্থা পরিদর্শন করার পর বলেছেন, সংশ্লিষ্ট বিভাগের উচিত জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আরো কার্যকর ব্যবস্থা নিয়ে অর্থনৈতিক কর্মকান্ড পরিচালনা করা।
সম্প্রতি চীনের কিছু অঞ্চলে টানা বৃষ্টি ও তুষারপাতের কারণে কয়লা, বিদ্যুত, তেল উত্পাদন এবং পরিবহন ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। জনসাধারণের দৈনন্দিন জীবনযাত্রাও ব্যাপক অসুবিধার মধ্যে পড়েছে।
হু চিন থাও কয়লা, বিদ্যুত, তেল উত্পাদন এবং পরিবহন ব্যবস্থার উপরে নিবিড় দৃষ্টি রাখছেন। তিনি জোর দিয়ে বলেন, এখনকার জরুরী কাজ হলো, এই কয়েকটি ক্ষেত্রে নিরাপদ উত্পাদন ও সরবরাহ নিশ্চিত করা।
একই দিন চীনের উপ-প্রধানমন্ত্রী হুই লিয়াং ইয়ু শানসি প্রদেশের তুষার দুর্গত অঞ্চল পরিদর্শন করেন। তিনি সংশ্লিষ্ট বিভাগকে ব্যবস্থা নিয়ে ক্ষয়ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে কমিয়ে আনার নির্দেশ দিয়েছেন। অন্য দিকে চীনের অর্থ মন্ত্রণালয় প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ করার জন্য আরো ১৩কোটি ৮০ লাখ ইউয়ান বরাদ্দ করার ঘোষণা দিয়েছে।
অন্য খবরে জানা গেছে, ৩১ জানুয়ারি থেকে দক্ষিণ চীনের কিছু অঞ্চলে আবার নিম্ন তাপমাত্রার আবহাওয়া শুরু হয়েছে। (ইয়াং ওয়েই মিং)
|