পেইচিং অলিম্পিক গেমসের সময় বায়ুর মান নিশ্চিত করার জন্য পেইচিং এবং নিকইবর্তী থিয়ান ও হোপেই প্রদেশের ১০টি গুরুতর দূষণ সৃষ্টিকারী শিল্প-প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে।
১ জানুয়ারী পেইচিংয়ে অনুষ্ঠিত অলিম্পিক গেমস ২০০৮'র বায়ু মান সমন্বয় দল এ তথ্য জানিয়েছে। পেইচিং শহরের পরিবেশ সুরক্ষা ব্যুরোর সংশ্লিষ্ট দায়িত্বশীল একজন কর্মকর্তা বলেন, পেইচিং ও তার নিকটবর্তী অঞ্চলের বায়ু সম্পর্কযুক্ত। সেজন্য অন্যান্য প্রদেশ ও শহরের উচিত পেইচিংয়ের সঙ্গে যৌথভাবে অলিম্পিক গেমসের সময় বায়ুর মান নিশ্চিত করার চেষ্টা করা।
জানা গেছে, এখন পর্যন্ত পেইচিং অলিম্পিক গেমসের বায়ু নিশ্চিত করার এলাকাগুলো আওতা হলো পেইচিং, থিয়ানচিন, হোপেই, শানসি, অন্তমঙ্গোলিয়া ও শানতং। এ ৬টি শহর ও প্রদেশের পরিবেশ সুরক্ষা বিভাগ অব্যাহতভাবে অলিম্পিক গেমসের বায়ুর মান নিশ্চিতকরণ কর্মসূচী অনুযায়ী ব্যবস্থা নিয়ে গুরুতর দূষণ-সৃষ্টিকারী শিল্প-প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেবে। যাতে দুষিত পদার্থের নিঃসরণ নিয়ন্ত্রণ করা যায়।
ছাই ইউয়ে
|