তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের উন্নয়ন ও সংস্কার কমিটির মহা-পরিচালক চিন শিসুন বলেন, বর্তমান একাদশ পাঁচশালা পরিকল্পনা বাস্তবায়নকালে তিব্বত ১২৭ কোটি রেনমিনপি'র বরাদ্দ আকর্ষণ করে সৌর জ্বালানী ব্যবহারের মাধ্যমে ১ লাখ ৮৭ হাজার ৫০ শ কৃষক ও পশুপালকের বিদ্যুত্ ব্যবহারের সমস্যা সমাধান করছে
চি শিসুন বলেন, তিব্বতে বৈচিত্র্যময় সৌর জ্বালানী রয়েছে। একাদশ পাঁচশালা পরিকল্পনা অনুযায়ী সৌর জ্বালানী ব্যবহার ছাড়াও ছোট পল্লী জলবিদ্যুত্ স্থাপনের মাধ্যমে কৃষক ও পশু পালকদেরকে বিদ্যুত্ দেয়া হচ্ছে। ফলে পরিকল্পনা বাস্তবায়ন শেষ কৃষক ও পশুপালকদের বিদ্যুত্ ব্যবহারের লক্ষ্য বাস্তবায়িত হবে।
*চলতি বছর হোনান প্রদেশ সড়কের নির্মাণে আরো ২৩ বিলিয়ন রেনমিনপি বরাদ্দ করবে
গত বছর হোনান প্রদেশে এক্সপ্রেস সড়কপথের মোট দৈর্ঘ্য ছিল ৪৫০০ কিলোমিটারের বেশি। সারা দেশের সড়ক ব্যবস্থা আরো সুবিন্যস্ত করার জন্য ২০০৮ সালে হোনান প্রদেশ সড়ক নির্মাণে আরো ২৩ বিলিয়ন ইউয়ান রেনমিনপি বরাদ্দ করবে। (লিলি)
|