v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-02-01 19:35:21    
চাওয়া পাওয়া ( ১৮ নভেম্বর )

cri
 প্রিয় শ্রোতাবন্ধুরা, সবাই ভালো আছেন? আমি লিলি। সুদূর পেইচিং থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের চাওয়া পাওয়া অনুষ্ঠান শুরু করছি।

    বাংলাদেশের নওগাঁ জেলার ফ্রেন্ডস রেডিও ক্লাবের সভাপতি দেওয়ান রফিকুল ইসলাম(রানা) তাঁর চিঠিতে লিখেছেন, আমি আমাদের অনুষ্ঠানে এন্ড্রু কিশোরের কন্ঠে "ওগো বিদেশিনী তোমার চেরী ফুল দাও আমার তিউলী নাও"গানটি শুনতে চাই। বাংলাদেশের এই কন্ঠশিল্পী আমার প্রিয় কন্ঠশিল্পী। আশা করি আপনাদের অনুষ্ঠানে এই গানটি শুনতে পাবো। আচ্ছা, আমার কাছে আপনার পছন্দের গানটি আছে। তাহলে সবাই আসুন, এখন আমার সঙ্গে গানটি শোনা যাক।

    বাংলাদেশের রাজবাড়ী জেলার হামরাট প্রশান্তি ওয়ার্ল্ড রেডিও ডিএক্স ক্লাবের সুমীখান ও ক্লাবের সবাই সদস্য আমাদের অনুষ্ঠানে আইয়ুব বাচ্চুর কন্ঠে একটি গান শুনতে চেয়েছেন। গানের কলি হলো "কত রঙের মানুষ আছে, কত রঙের মন বড় কন্টে চিনে নিতে হয়রে আপন জন"। প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনাদের পছন্দের গানটি আমার হাতে নেই। তাহলে আজ আমি আইয়ুব বাচ্চুর কন্ঠে আরেকটি গান শোনাচ্ছি। গানের নাম "কত দিন দেখিনি দু'চোখ"। আশা করি, সবাই   পছন্দ করবেন।

    বাংলাদেশের বগুড়া জেলার পুরান বগুড়া গ্রামের মো: সাইফুল ইসলাম আমাদের অনুষ্ঠানে হৈমন্তী শাক্লার কন্ঠে "আমার বলার কিছু ছিল না"গানটি শুনতে চেয়েছেন। আচ্ছা, এখন আপনার অনুরোধ পূরণ করছি। সবাই মিলে গানটি শুনুন।

    বাংলাদেশের বগুড়া জেলার শোলার তাইড় গ্রামের প্রিয় জন্মভূমি বেতার সংঘের সাধারণ সম্পাদক এম.মিনহাজ উদ্দিন বিপুল আমাদের অনুষ্ঠানে ডলি সায়ন্তনীর কন্ঠে যে কোন একটি গান শুনতে চেয়েছেন। আচ্ছা, এখন আমি "Amar Moron Halo"ডলি সায়ন্তনীর গাওয়া গানটি সবাইকে উপহার দিচ্ছি।

    আচ্ছা, প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের চাওয়া পাওয়া অনুষ্ঠান এখানেই শেষ করছি। আশা করি, আরো বেশী শ্রোতাবন্ধু আমাকে লেখা চিঠিতে আপনাদের পছন্দের গানগুলো জানাবেন। আমি সুদূর পেইচিংয়ে আপনাদের চিঠির অপেক্ষায় থাকলাম। সবাই সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আবার কথা হবে। (লিলি)