v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-02-01 18:56:16    
চীন বিদেশী পুঁজি ব্যবহারের মান উন্নত করার চেষ্টা করছে

cri
    গত বছরের অক্টোবর মাসে অনুষ্ঠিত চীনের কমিউনিষ্ট পার্টির ১৭তম জাতীয় কংগ্রেসে উন্মুক্তকরণের মান আরো উন্নত করে চীনের অর্থনীতি উন্নয়নের নতুন পথ অন্বেষণের কথা উল্লেখ করা হয়েছে । এ জন্য চীনের সংশ্লিষ্ট বিভাগ বিদেশী পুঁজি ব্যবহারের গুণগত মান উন্নত করা এবং বৈদেশিক বাণিজ্য বাড়ানোর জন্য বেশ কিছু ব্যবস্থা নিয়েছে ।

    চীনে উন্মুক্ত নীতি কার্যকর ৩০ বছর পূর্ণ হচ্ছে । এ ৩০ বছরে চীন একটি রুদ্ধদ্বার দেশ থেকে উন্মুক্ত উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে । চীনের বৈদেশিক অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার প্রধান কাজ বিদেশী পুঁজি আকর্ষণ থেকে বৈদেশিক পুঁজি ব্যবহারের গুণগত মান ও কার্যকারিতা উন্নত করার কাজে রূপ নিয়েছে ।

    উত্তর-পূর্ব চীনের তা লিয়েন শহর চীনের একটি সমুদ্র তীরবর্তী শহর । গত বছর থেকে তা লিয়েন শহরের বিদেশী পুঁজি ব্যবহারের একটি প্রধান বৈশিষ্ট্য হল তা লিয়েনে বিনিয়োগকারী বিদেশের বড় বড় কোম্পানির উন্নত প্রযুক্তির প্রকল্পের সংখ্যা আগের চেয়ে অনেক বেড়েছে । তা লিয়েন শহরের বৈদেশিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা ব্যুরো উপপ্রধান মেই ইয়ু চেন বলেন , এখন আমরা বিদেশ থেকে দূষণমুক্ত ও উন্নত প্রযুক্তির প্রকল্প তা লিয়েনে আকর্ষনের চেষ্টা চালাচ্ছি। তা লিয়েনে প্রধানতঃ উন্নত প্রযুক্তির যন্ত্রশিল্প, আধুনি পরিসেবা শিল্প ও তথ্য প্রযুক্তি শিল্প উন্নয়ন করা হবে , আমরা বিদেশী কোম্পানিকে এ সব শিল্পে বিনিয়োগ করতে উত্সাহিত করছি ।

    বিদেশের উন্নত প্রযুক্তি প্রকল্প আকর্ষণের জন্য গত বছর তা লিয়েন শহর বিনিয়োগের গ্রিন রোড বা সবুজ সড়ক ব্যবস্থা নিয়েছে । উত্কৃষ্ট প্রকল্পের জন্য অনুমোদন ও নিবন্ধনের জটিলতা অনেক সহজ করে তোলা হয়েছে । গত বছরের প্রথম সাত মাসে ৩১টি বিদেশী শিল্প প্রতিষ্ঠান তা লিয়েনে বিনিয়োগ করেছে , তাদের প্রত্যেকের বিনিয়োগ পাঁচ কোটি মার্কিন ডলারের বেশি ।

    কিছু দিন আগে অনুষ্ঠিত চীনের বাণিজ্য সম্মেলনে এ বছর বিদেশী পুঁজি ব্যবহারের গুণগত মান উন্নত করার কিছু বাস্তব ব্যবস্থা নির্ধারণ করা হয়েছে । এর মধ্যে রয়েছে বিদেশী ব্যবসায়ীকে উন্নত প্রযুক্তি শিল্প , জ্বালানী সাশ্রয়কারী ও দূষণমুক্ত শিল্প এবং যন্ত্রশিল্পে বিনিয়োগ করতে উত্সাহ দেওয়া , বিদেশী পুঁজি ব্যবহারের ক্ষেত্র বাড়ানো , ব্যাংকিং , বীমা ও টেলিযোগাযোগ ক্ষেত্রের উন্মুক্ততা বাড়ান এবং বিদেশী বিনিয়োগ পূর্বাঞ্চল থেকে পশ্চিমাঞ্চলে স্থানান্তরকরা ইত্যাদি ।

    এর পাশাপাশি নিম্ন প্রযুক্তি, জ্বালানীক্ষয়কারী ও দূষণ সৃষ্টিকারী প্রকল্পের বিনিয়োগ কড়াকড়িভাবে সীমাবদ্ধ করা হবে । এ অবস্থায় কিছু বিদেশী শিল্পপ্রতিষ্ঠা চীনে বিনিয়োগ প্রকল্প পরিবর্তন করেছে । বিশ্ববিখ্যাত মার্কিন তথ্য প্রযুক্তিকোম্পানি সিসকো কিছু দিন আগে ঘোষণা করেছে , তারা আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে চীনে ১৬ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে । এ কোম্পানি প্রধানতঃ সরকার সমর্থিত শিক্ষা , পরিবেশ সংরক্ষন ও টেলিযোগাযোগ প্রযুক্তি ক্ষেত্রে বিনিয়োগ করবে । এ কোম্পানির দায়িত্বশীল ব্যক্তি জন চেম্বারস বলেন , আমরা চীনের শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে মিলে আগামী তিন বছরের মধ্যে মধ্য ও পশ্চিম চীনে তিন শ'টি তথ্য প্রযুক্তি ইন্সটিটিউট প্রতিষ্ঠা করব এবং এক লাখ ছাত্রকে প্রশিক্ষণ দেবো ।

    বৈদেশিক বাণিজ্য বাড়ানো , বিশেষ করে আমদানি ও রপ্তানির কাঠানো সম্পর্কে চীনের উপপ্রধানমন্ত্রী উ ই বলেন , ( রেকর্ডিং ৩ )জ্বালানী ক্ষয়কারী ও উচ্চ নির্গমন মাত্রার পণ্যের উত্পাদন ও রপ্তানির কড়াকড়ি নিয়ন্ত্রন করতে হবে এবং রপ্তানি পণ্যের মান উন্নত করতে হবে । এর পাশাপাশি উন্নত যন্ত্র সরঞ্জাম , গুরুত্বপূর্ণ কাঁচামাল ও খুচরা যন্ত্রাংশের আমদানি বাড়াতে হবে ।

বৈদেশিক বাণিজ্যের অনুকূল উদ্বৃত্ত কমানোর জন্য চীন সরকার নানা ব্যবস্থা নিয়েছে । গত অক্টোবর মাস থেকে চীনের আমদানি টানা তিন মাস বেড়েছে ।