৩১ জানুয়ারি আরব দেশগুলোর স্বরাষ্ট্র মন্ত্রী সম্মেলন তিউনিসিয়ার রাজধানী তিউনিসে শেষ হয়েছে। সম্মেলনে গৃহীত ঘোষণায় যে কোনো ধরনের সন্ত্রাসের নিন্দা করা হয়েছে।
ঘোষণায় আরব দেশগুলোকে সন্ত্রাসদমন ক্ষেত্রে অধিকতর সমন্বয় ও সহযোগিতা জোরদার, সন্ত্রাস দমনে গোয়েন্দা তথ্য বিনিময় এবং আন্তর্জাতিক সন্ত্রাস দমন কেন্দ্র প্রতিষ্ঠার জন্য অব্যাহত চেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়।
ঘোষণায় আরো বলা হয়, যৌথ আরব নিরাপত্তা প্রক্রিয়া জোরদার করার জন্য সম্মেলনে আরব দেশগুলোর নিরাপত্তা, সন্ত্রাস দমন, মাদক দমন এবং বেসামরিক নিরাপত্তা কৌশল সংক্রান্ত প্রস্তাব গৃহীত হয়েছে। এছাড়া ঘোষণায় সম্মেলনে আরব দেশগুলোর সন্ত্রাসদমন চুক্তি সংশোধন, সন্ত্রাসী অপরাধীরা উত্সাহিত হতে পারে এমন উপকরণ নিষিদ্ধ এবং সন্ত্রাসীদের অর্থের উত্স বন্ধ করাসহ বিভিন্ন বিষয় অন্তর্ভূক্ত করা হয়েছে।
(খোং চিয়া চিয়া)
|