বর্তমান চীনের কিছু অঞ্চলে গুরুতর তুষার দুর্যোগের ঘটনায় আন্তর্জাতিক তথ্য মাধ্যমগুলোর দৃষ্টি আকর্ষণ করেছে। তথ্য মাধ্যমগুলো বলেছে, চীন সরকার সব প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে তুষার এবং নিম্ন তাপমাত্রার কারণে সৃষ্ট দুর্যোগে বিপর্যন্ত জীবনযাত্রা স্বাভাবিক করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
৩১ জানুয়ারী কাতার ভিত্তিক আল জাজিরা টেলিভিশনের খবরে বলা হয়েছে, চীনের কিছু অঞ্চলে ৫০ বছরের মধ্যে বিরল তুষার দুর্যোগ দেখা দিয়েছে। এতে চীন সরকার কঠোর চ্যালেঞ্জের মুখে পড়েছে।
এর আগের দিন এ.পি জানিয়েছে, চীন সরকার পরিস্থিতির নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালাচ্ছে। বৃটেনের ফাইনানশিয়াল টাইমস বলেছে, চীন সরকার পরিবহন এবং বিদ্যুত্ সমস্যা সমাধানের যথাসাধ্য চেষ্টা চালাচ্ছে। ইতার-তাস নিউজ এজেন্সি জানিয়েছে, চীনের পূর্ব, মধ্য ও দক্ষিণাঞ্চলের সারা প্রদেশব্যাপী তুষার দুর্যোগ পুনরুদ্ধারের কাজ চলছে।
২৮ জানুয়ারী জাপানের জিজি নিউস এজেন্সির খবরে বলা হয়েছে, চীনের প্রেসিডেন্ট হু চিনথাও-এর উদ্যোগে একটি জরুরী সম্মেলনে সংশ্লিষ্ট বিভাগের প্রতি উদ্ধার তত্পরতা জোরদার করার অনুরোধ জানানো হয়েছে। চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও দুর্গত অঞ্চল সরজমিন পরিদর্শন করেছেন। সাংকেই শিমবুনের খবরে জানানো হয়েছে, চীন সরকার খাদ্যশস্যের পরিবহন নিশ্চিত করার পাশাপাশি মূল্য তদারকি জোরদার করেছে। বিভিন্ন স্থানের সরকার খাদ্যশস্য ও কাপড়ের সরবরাহ নিশ্চিত করার জরুরী পরিকল্পনা হাতে নিয়েছে। (লিলি)
|