আফ্রিকান ইউনিয়নের দশম শীর্ষ সম্মেলন ৩১ জানুয়ারী ঈথিওপিয়ার রাজধানি আদ্দিস আবাবাতে শুরু হয়েছে। এর প্রধান প্রতিপাদ্য হচ্ছে " আফ্রিকার শিল্প উন্নয়ন"।
আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ারম্যান আলফা ওমর কোনারে উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, অর্থনীতির বৈচিত্র্য বাস্তবায়ন এবং শিল্পায়ন প্রক্রিয়া এগিয়ে নেয়ার জন্য আফ্রিকার বিভিন্ন দেশের নিজের স্বতন্ত্র শিল্প উন্নয়ন করা জরুরি। তিনি আরো বলেন, আফ্রিকার জ্বালানি সম্পদ চ্যালেন্জ্ঞের মুখে রয়েছে। এ জন্য আফ্রিকার উচিত বেসরকারী পরমাণু এবং সৌর শক্তিসহ বিভিন্ন নতুন জ্বালানি সম্পদের সন্ধান করা। তিনি জোর দিয়ে বলেন, অন্যান্য দেশের সঙ্গে অংশীদারিত্বের সম্পর্ক উন্নয়ন করা না করার বিষয়ে আফ্রিকার নিজস্ব স্বাধীনতা রয়েছে।
জাতিসংঘ মহাসচিব বান-কি মুন আফ্রিকান ইউনিয়নকে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতার প্রশংসা করেন। একই সঙ্গে সম্মেলনে তিনি আফ্রিকার শিল্প উন্নয়নে সমর্থন দেওয়ার কথা ঘোষণা করেন। তিনি আরো বলেন, জাতিসংঘ এবং তার বহুপাক্ষিক ও আঞ্চলিক অংশিদারিত্ব আফ্রিকায় " জাতিসংঘের সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্য" -এর বাস্তবায়ন আরও জোরদার করবে।
আরব লীগের মহাসচিব আমর মাহমুদ মুসা আরব লীগ ও আফ্রিকান ইউনিয়ন উভয়কে দারফুরসহ বিভিন্ন সমস্যায় সহযোগিতা জোরদার করার আহ্বান জানান। এছাড়াও ,অংশগ্রহণকারী জাপানের সাবেক প্রধানমন্ত্রী মোরি ইয়োশিরো বলেন, জাপান আফ্রিকার সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করবে।
এদিন সন্ধ্যায় অনুষ্ঠিত আফ্রিকান ইউনিয়ানের দশম শীর্ষ সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে তাজ্ঞানিয়ার প্রেসিডেন্ট জাকায়া কিকুয়েত আফ্রিকান ইউনিয়নের নতুন পালাক্রমিক চেয়ারম্যান নির্বাচিত হন। তার কার্যমেয়াদ একবছর।
২ ফেব্রুয়ারী এবারের সম্মেলন শেষ হবে। সম্মেলনে আফ্রিকা ইউনিয়নের ৫৩টি সদস্য দেশের নেতা বা প্রতিনিধিরা যৌথভাবে আফ্রিকার শিল্প উন্নয়ন , আফ্রিকান ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন , কেনিয়া পরিস্থিতি এবং আফ্রিকার যৌথ সরকার প্রতিষ্ঠাসহ বিভিন্ন চলমান সমস্যা নিয়ে আলোচনা করেন।--ওয়াং হাইমান
|