৩১ জানুয়ারী ভারতের এশিয়া বার্তাসংস্থার একটি খবরে জানা গেছে, আগামী ৮ এপ্রিল ভারতের নয়া দিল্লিতে প্রথম ভারত-আফ্রিকা শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।
খবরে বলা হয়েছে, গত সপ্তাহে ইথিওপিয়ার রাজধানী আদিস আবাবাতে অনুষ্ঠিত আফ্রিকা ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে অংশ গ্রহণকারী ভারতের পররাষ্ট্র বিষয়ক প্রতি মন্ত্রী আনন্দ শর্মা আফ্রিকান দেশগুলোর নেতাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন।
একটি খবরে জানা গেছে, এবারকার শীর্ষ সম্মেলন উচ্চ পদস্থ কর্মকর্তা, পররাষ্ট্রমন্ত্রী এবং সরকারের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে। আলজেলিয়া, বুজিনেফাসো, কংগো গণ প্রজাতন্ত্র, মিসর, ইথিওপিয়া, ঘানা, লিবিয়া, নাইজেরিয়া, সেনেগাল. দক্ষিণ আফ্রিকা, উগানডা ও জাম্বিয়াসহ ১৭টি দেশের রাষ্ট্রী বা সরকার প্রধানরা এই শীর্ষ সম্মেলনে অংশ নেবেন। তা ছাড়া, আফ্রিকার কয়েকটি উপ আঞ্চলিক সংস্থাও সম্মেলনেতাদের প্রতিনিধি পাঠাবে।
ভারতের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা বলেন, এবারকার শীর্ষ সম্মেলনে মধ্য দিয়ে ভারত ও আফ্রিকান দেশগুলোর যোগাযোগের নতুন সম্ভাবনা অনুসন্ধান করা এবং ভবিষ্যতে দু'পক্ষের মধ্যে আরও ব্যাপক সহযোগিতা ও উন্নয়নের পথ সুগম হবে।
|