v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-01-31 20:43:34    
চীনে সিনেমা হলের সংখ্যা কত?

cri
    বগুড়া জেলার শ্রোতা মো: আনওয়ার ইকবাল তাঁর চিঠিতে জিজ্ঞেস করেছেন, চীনে কতগুলি সিনেমা বছরে মুক্তি পায়? চীনে সিনেমা হলের সংখ্যা কত? উত্তরে বলছি, সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, গত তিন বছর চীনে কয়েক শো সিনেমা তৈরী করা হয়েছে। চীনে বেশ কয়েকটি ফিম্ম স্টুডিও আছে। সবচেয়ে পুরানো স্টুডিওগুলো হল, ছাংছুয়েন স্টুডিও, সাংহাই ফিল্ম স্টুডিও, পেইচিং ফিল্ম স্টুডিও, সিআন ফিল্ম স্টুডিও, ওমে স্টুডিও, গণ ফৌজের পয়লা আগস্ট সিল্ম স্টুডিও। আমার দ্বিতীয়প্রশ্নের উত্তর দিচ্ছি। আপনাদের এই প্রশ্নের উত্তর দেয়া কঠিন। কারণ এ সম্পর্কে এখন পযর্ন্ত কোন তথ্য প্রকাশিত হয়নি। সারা চীনদেশের সিনেমা হলের সংখ্যা হিসাব করা অত্যন্ত কঠিন ব্যাপার। কিন্তু আমার জানা মতে, কেবল রাজধানী পেইচিংএ প্রায় পঞ্চশটি সিনেমা হল আছে। আপনার প্রশ্নের সঠিক উত্তর দিতে না পারার জন্য দু:খিত।

    ভারতের পশ্চিম বাংলার ধানারপারা জেলার শ্রোতা মানিরুল ইসলাম তাঁর চিঠিতে জিজ্ঞেস করেছেন, চীনে প্রতিবর্গ কিলোমিটার এলাকায় কত জন লোক বসবাস করে?

   উত্তরে বলছি, আপনারা জানেন, চীন একটি বিশাল দেশ। সুতরাং বিভিন্ন জায়গায় জনসংখ্যার ঘনত্ব ভিন্ন। চীনের উপকূলীয় অঞ্চলে জনসংখ্যার ঘনত্ববেশী। চীনের সংখ্যালঘু জাতি অধ্যুষিত এলাকায় জনসংখ্যার ঘনত্ব অপেক্ষাকৃত কম। চীনের পূবার্ঞ্চলের জনসংখ্যার ঘনত্বচীনের পশ্চিমাঞ্চলের চাইতে আট গুণেরও বেশী। চীনের পঞ্চম জাতীয় আদমশুমারী অনুযায়ী, পূর্বাঞ্চলে অথাত চীনের উন্নত অঞ্চলে প্রতি বর্গকিলোমিটায়ে ৪৫২.৩ জন লোক বসবাস করে, চীনের মধ্য অঞ্চলে প্রতি বর্গকিলোমিটায়ে২৬২.২ জন লোক বসবাস করে এবং চীনের পশ্চিমাঞ্চলে অর্থাত চীনের অনুন্নত অঞ্চলে প্রতি বর্গকিলোমিটায়ে ৫১.৩ জন লোক বসবাস করে। সিছুয়েন প্রদেশ, চিয়াংসু প্রদেশ এবং হোনান প্রদেশে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশী । কিন্তু ছিনহাই প্রদেশ , আন্তর্মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চল, সিনজিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল, তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলে লোক সংখ্যা অপেক্ষাকৃত কম।

    কিশোরগন্ঞ্জ জেলার শ্রোতা এম এইচ মাহবুবুর রহমান টিটু তাঁর চিঠিতে জিজ্ঞেস করেছেন, চীনের বৃহত্তম কয়লা খনির নাম কি?এটি কোথায় অবস্থিত?

    আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে চীনের কয়লা শিল্প সম্বন্ধে কিছু বলবো। কয়লা চীনের প্রধান জ্বালানী । চীনের কয়লা সম্পদের সিংহভাগই মজুদ রয়েছে উত্তর চীনের ভূগর্ভে। কয়লা সমৃদ্ধ শানসী প্রদেশের দুই-তৃতীয়াংশ অঞ্চলে কয়লার অত্যন্ত পুরু স্তর বিরাজ করছে। এর বেশীর ভাগই বিটুবিনাস কয়লা। চীনেই প্রথম কয়লার আবিষ্কার হয়েছিল এবং ব্যবহার শুরু হয়েছিল। খৃষ্ট-পূর্ব দুশো সালে এখনকার জিয়াংসী প্রদেশে নানছাং শহরের আশেপাশে কয়লা পাওয়া গিয়েছিল বলে ঐতিহাসিক সূত্রে জানা যায়। খৃষ্ট্রীয় সপ্তম শতাব্দীতে চীনে ধাতু আকরিক ঝালাই-কাজে কয়লার ব্যবহার চালু হয়েছিল। কিন্তু পুরনোচীনে কয়লা শিল্প কেন্দ্রীভূত ছিল লিয়াওনিং, শানসী ও হোবেই প্রদেশে। বিশাল অভ্যন্তরীণ ভূভাগে কয়লা খনি ছিল খুবই কম। কতকগুলো প্রদেশে কয়লা উত্তোলনের আদৌ কোনো ব্যবস্থা ছিল না। নয়া চীন প্রতিষ্ঠিত হওয়ার পর কয়লা শিল্পের দ্রুত উন্নতি হয়েছে। সাবা চীনদেশে বড় ও মাঝানি ধরনের ৯০০টি কয়লা খাদ কাটা হয়েছে। এমনকি তিব্বতেও কয়লার সন্ধ্যান পাওয়া গেছে এবং বতর্মানে উত্তোলনের কাজ চলছে। চীনে এ সব কয়লা খনির মধ্যে সবচেয়ে বিখ্যাত কয়লা খনি হল শানসি প্রদেশের দাডং কয়লা খনি। এই কয়লা খনির কয়লার গুণগতমান সবচেয়ে ভাল। জানা গেছে, চীনের লোহা ও ইস্পাত কারখানার ব্যবহৃত কয়লা দাডং কয়লা খনির কয়লা। তা ছাড়া চীনের হোবেই প্রদেশের ডাংসান কয়লা খনি চীনের বৃহত্তম কয়লা খাতগুলোর অন্যতম।

    শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শেষ করার আগে, একটি বিজ্ঞপ্তি শোনাবো। ২০০৮ সালের আগষ্ট মাসে পেইচিংয়ে ২৯তম গ্রীষ্মকালীণ অলিম্পিক গেমস অনুষ্ঠিত হতে যাচ্ছে।আপনারা যাতে পেইচিং অলিম্পিক গেমস ২০০৮ সম্পর্কে আরও ভালভাবে জানতে এবং এতে অংশ নিতে পারেন সে জন্যে ২০০৭ সালের ১ নভেম্বর থেকে সি আই আর উদ্যোগে " মহা মিলন ২০০৮ : পেইচিং অলিম্পিক গেমস" সম্পর্কিত বিশ্বব্যাপী সাধারণ জ্ঞান প্রতিযোগিতা শুরু হয়েছে।

    এর আগে আমাদের মুখোমুখি অনুষ্ঠানে প্রতিযোগিতা সর্স্পকিতচাঁরটি প্রতিবেদন প্রচার করা হয়েছে এবং আটটি প্রশ্নও তুলে ধরা হয়েছে। আমাদের আগামী মুখোমুখি অনুষ্ঠানে এ চারটি প্রতিবেদন আবারও প্রচার করা হবে।

এতক্ষণ আমাদের প্রত্যেক শনিবারের বিশেষ অনুষ্ঠান মুখোমুখি শুনলেন। অনুষ্ঠানটি শোনার জন্য অশেষ ধন্যবাদ।