আনহুন প্রদেশ বৈদেশিক পুঁজি ব্যবহারের ক্ষেত্রে সারা চীনের মধ্যে তেমন উল্লেখযোগ্য নয়। তবে বেশি উচ্চ নয়। আইনহুই'র সমৃদ্ধ শ্রমিক ও জ্বালানী সম্পদ রয়েছে এবং বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে সুবিধা ও এখানে বেশি। এ কয়েক বছরে আনহুই সরকার অর্থনীতির উন্নয়নে বৈদেশিক পুঁজি বিনিয়োগের প্রধান পদ্ধতি হিসেবে সুবিধাজনক কিছু নীতি প্রণয়ন করেছে। এ নীতির মাধ্যমে পুঁজিবিনিয়োগকারীদেরকে সুবিধা সরবরাহের পাশাপাশি আনহুই প্রদেশকে উন্নয়নের সুযোগ সৃষ্টি হয়েছে। আজকের অনুষ্ঠানে আমি আপনাদের কাছে এ সম্পর্ক কিছু কথা বলবো। আনহুই'র ভৌগোলিক সুবিধা বেশি। রাজধানী হোফেইয়ের ৫শো কিলোমিটারের মধ্যে সাংহাই, নানচিং, সুচৌ ও হাংচৌসহ বহু গুরুত্বপূর্ণ শহর রয়েছে। এছাড়াও, আইহুই প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। এ দুই কারণে অধিক থেকে অধিকতর বৈদেশিক পুঁজিবিনিয়োগকারী এখানে আকৃষ্ট হয়েছে। কিন্তু এর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ কারণ হল, অর্থনীতির উন্নয়ন ক্ষেত্রের সুবিধাজনক অবস্থান। ১৪ বছরের প্রচেষ্টায় আনহুই প্রদেশে ৮৯টি উন্নত নৌতক এলাকা অর্থনীতি উন্নয়ন ক্ষেত্র নির্মিত হয়েছে। এর মধ্যে ৩৩টি প্রাদেশিক ও ৩টি জাতীয় পর্যায়ের। অর্থনীতি উন্নয়ন ক্ষেত্র সম্পর্কে আইহুই প্রদেশের বিদেশী ব্যবসায় পুঁজিবিনিয়োগ ত্বরান্বিত বিষয়ক ব্যুরোর মহাপরিচালক লু শিহোং বলেছেন, 'গত কয়েক বছরে, আইহুই প্রদেশের বিভিন্ন পর্যায়ের সরকার উন্নত নৌতক এলাকা প্রতিষ্ঠার মাধ্যমে আঞ্চলিক অর্থনীতির নবায়ন ও উদ্ভাবনকে জোরদার করে এবং পূর্বাঞ্চলের অগ্রণী অঞ্চলের সঙ্গে সহযোগিতায় আমরা শিল্পের কাঠামো পরিবর্তনে সক্ষম হয়েছি।'
উন্নত অর্থনৈতিক এলাকার মাধ্যমে শুধু যে শিল্প-প্রতিষ্ঠানগুলোর মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বড়েছে তা নয়, বরং বৈদেশিক পুঁজি সংগ্রহ ও তাদের পরিচালনার ক্ষেত্রেও কল্যাণকর অবস্থার সৃষ্টি হয়েছে। এছাড়াও, আরো ভালভাবে বৈদেশিক পুঁজিকে আকর্ষণের জন্য আনহুই তার প্রদেশ চীনের নীতি ব্যবহারের পাশাপাশি আইহুই নিজস্ব বৈশিষ্ট্য অনুযায়ী নিজের সুবিধাজনক নীতি প্রণয়ন করেছে। যেমন বৈদেশিক পুঁজিবিনিয়োগ অনুমোদনের ক্ষেত্রে আনহুই প্রদেশ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে সেবার মানদন্ডের উন্নয়ন করেছে।
হোফেই শহরের অর্থনৈতিক প্রযুক্তি উন্নয়ন ক্ষেত্রের জাপানের তোশিবা যন্ত্র নির্মাণ কোম্পানি হল বিশ্বের এক নম্বর মানদন্ড সম্পন্ন খনন যন্ত্র উত্পাদন করে। কেন তোশিবা যন্ত্র নির্মাণ কোম্পানি হোফেইতে উত্পাদন ও গবেষণা কেন্দ্র নির্মাণ করেছে? এ প্রশ্ন সম্পর্কে কোম্পনীয় মহাপরিচালক ---বলেছেন, তখন হোফেই শহরের মেয়র আমাদেরকে হোফেইতে পুঁজিবিনিয়োগের জন্য আমন্ত্রণ জানান এবং ব্যাপক সহায়তা প্রদান করেন। আমরা পুঁজিবিনিয়োগের একটি সুষ্ঠু পরিবেশে ব্যবসা করতে পারছি। তিনি আরো বলেছেন, 'সে সময় হোফেই শহরের সরকার আমাদেরকে বিরাট সুবিধা দিয়েছে। যেমন কম দামে মাটি ব্যবহারের অধিকার। হোফেইয়ের সরকার আমাদেরকে অনেক সাহায্য করেছে।'
তোশিবা যন্ত্র নির্মাণ কোম্পানি চীনের অর্থনীতির সুষ্ঠু উন্নয়নের সুযোগকে কাজে লাগিয়ে উত্পান ও বিক্রীর পরিমাণের দিকে থেকে দ্রুত সাফল্য লাভ করেছে। এখন তোশিবা যন্ত্র নির্মাণ কোম্পানি চীনের খনন যন্ত্র শিল্প উত্পাদনে অবদানের জন্য অনেক একটি বিখ্যাত্ শিল্প-প্রতিষ্ঠানে পরিনত হয়েছে। ২০০৭ সাল পর্যন্ত তোশিবা যন্ত্র নির্মাণ কোম্পানির উত্পাদনের পরিমাণ ২০০৪ সালের চেয়ে দ্বিগুণ বেড়েছে। তাদের খনন যন্ত্র ইন্দোনেশিয়া, ইরাক, সুদান, কঙ্গো ও সিঙ্গাপুরে রফতানি হচ্ছে। এটি চীনে প্রচুর বৈদেশিক মুদ্রা এনে দিয়েছে।
বৈদেশিক পুঁজি সংগ্রহের প্রক্রিয়ায় আনহুই প্রদেশ উচ্চ পর্যায়ের প্রযুক্তি গত শিল্পের ওপর বিশেষ গুরুত্ব দেয়। জার্মানীর কুর্জ কোম্পানি বিশ্বের প্রথম শ্রেনীর মান সম্পন্ন প্রেশার (Pressure) প্রযুক্তি বহন করে। তোশিবা যন্ত্র নির্মাণ কোম্পানিরও একই মত, হোফেই শহরের সরকার কুর্জ কোম্পানিকে অনেক সহায়তা করেছে। এছাড়াও কুর্জও আনহুইতে পুঁজিবিনিয়োগের সুষ্ঠু পরিবেশ থাকার হোফেই শহরে কারখানা নির্মাণ করে। তাদের ধারণা হল মানদন্ড উন্নয়নে প্রধান্য দেয়া। কোম্পানির জেনারেল ম্যানেজার --- বলেছেন, 'আমরা প্রতিপক্ষের সঙ্গে পণ্যদ্রব্যের মানদন্ডের ওপর প্রতিযোগিতা করি। আমরা প্রধানত উচ্চ পর্যায়ের প্রযুক্তি ব্যবহার করে পণ্যদ্রব্য উত্পাদন করি এবং কিছু মধ্য পর্যায়ের প্রযুক্তির ব্যবহার করে উত্পাদন করি। জার্মানীতে আমাদের সদর দফতর আমরা বিজ্ঞান ও প্রযুক্তির ওপর গবেষণার ক্ষেত্রে পুঁজিবিনিয়োগ বাড়াবো।'
কুর্জ চীনের বাজারে প্রবেশের ২৫ বছরের মধ্যেই চীনের বাজারের বেশির ভাগ ক্ষেত্রে প্রভাব বিস্তারে সক্ষম হয়েছে। তিনি আরো বলেছেন, 'এখন আমরা চীনে যেসব পণ্যদ্রব্য উত্পাদন পরি তা জার্মানীতে সদর দফতরের চেয়ে অনেক কম। ভবিষতে আমরা আরো বেশি পণ্যদ্রব্যের উত্পাদনে হাত দেবো। আমাদের কারখানার চতুর্থ শাখাও নির্মাণ করা হবে। একশো বছর ধরে জার্মানীর কুর্জ বরাবরই স্থিতিশীলভাবে তার শিল্পের উন্নতি করে যাচ্ছে। সে জন্য চীনে আমাদের উন্নয়নও স্থিতিশীলভাবে উন্নত হবে।'
সুষ্ঠু পরিবেশ, সমৃদ্ধ সম্পদ ও আনহুই সরকারের সহায়তায় বিদেশী শিল্প-প্রতিষ্ঠানগুলো দ্রুত উন্নত হচ্ছে। আসরে এসব বিদেশী শিল্প-প্রতিষ্ঠানগুলো আনহুই'র উন্নয়ন কেই ত্বরান্বিত করছে। লু হংশি বলেছেন, '২০০৭ সালের জানুয়ারী থেকে এপ্রিল পর্যন্ত সারা প্রদেশের উন্নত অর্থনৈতিক তঞ্চলে উন্নয়ন ক্ষেত্র ১.০৫ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক পুঁজি বিনিয়োজিত হয়েছে। তা গত বছরের একই সময়ের তুলনায় শতকরা ৩৩ ভাগ বেশি এবং সারা প্রদেশের শতকরা ৪৩ ভাগ। এরমধ্যে সরাসরি বৈদেশিক পুঁজিবিনিয়োগ (FDI) ছিল ৯৯কোটি মার্কিন ডলার। এটি হল সারা প্রদেশের শতকরা ৪৭ ভাগ। ২০০৭ সাল পর্যন্ত ৩৩টি প্রদেশিক পর্যায়ের উন্নত অর্থনৈতিক অঞ্চলে ১.৫ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি বৈদেশিক পুঁজি ব্যবহৃত হয়েছে। এটি সারা প্রদেশের শতকরা ৫০ ভাগ।'
এছাড়াও, বিদেশী শিল্প-প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন আনহুই'র নাগরিকদেরকে প্রচুর কর্মসংস্থানের সুযোগ সরবরাহ করে। লু হংশি বলেছেন, 'আমাদের পরিসংখ্যানে বলা হয়েছৈ, ২০০৬ সাল পর্যন্ত ৩৩টি প্রদেশিক পর্যায়ের উন্নত অর্থনৈতিক অঞ্চলে কর্মচারীর সংখ্যা আগে ছিল প্রায় ৫.৭৯লাখ এবং পরে তা বেড়ে কর্মচারীর সংখ্যা হয়েছে প্রায় ৫৪ হাজার ৯শো। এরমধ্যে বিদেশী শিল্প-প্রতিষ্ঠানগুলো ১১হাজার ৮শো কর্মসংস্থানের সুযোগ এনে দিয়েছে।'
আনহুই প্রদেশের উন্নত অর্থনৈতিক এলাকায় বৈদেশিক পুঁজি ব্যবহারের ক্ষেত্রে অনেক সাফল্য ও অর্জিত হয়েছে। কিন্তু আনহুই আরো সুষ্ঠুভাবে বৈদেশিক পুঁজি ব্যবহারের জন্য নিজস্ব বৈশিষ্ট্যকে তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে। লু হংশি বলেছেন, 'আমরা আরো বেশি সেবার সুবিধা সৃষ্টি করবো। এটি হবে সবচেয়ে কার্যকর। বৈদেশিক পুঁজি ব্যবহারের ক্ষেত্রে তারপরও আনহুই নিকট বর্তি অঞ্চলের চেয়ে এখনো কিছুটা পিছিয়ে রয়েছে। আমরা বিশ্বের ৫শো সেরা শিল্প-প্রতিষ্ঠান আকর্ষণের চেষ্টা করবো। আমরা বৈশিষ্ট্য সম্পন্ন সুবিধা দিয়ে বৈদেশিক পুঁজি আকর্ষণ করবো। এটি শুধু যে বিদেশী ব্যবসায়ীদেরকে স্বার্থ দেখে তা নয়, বরং এরফলে আমাদের নিজের অর্থনীতির উন্নয়ন ও ত্বরান্বিত হবে।'
|