ইসরাইলের ২০০৬ সালে ইসরাইল-লেবানন সংঘর্ষ বিষয়ক তদন্ত কমিটি ৩০ জানুয়ারী জেরুজালেমে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত তদন্ত রির্পোট প্রকাশ করেছে। এ রির্পোটে বলা হয়েছে, লেবাননের সঙ্গে সংঘর্ষে ইসরাইল সরকার ও সেনাবাহিনী বড় ধরনের কৌশলগত ও রণকৌশলগত ভুল ছিল। এ জন্য লেবাননের হেজবুল্লাহের ওপর আঘাত হানার সামরিক অভিযানে ইসরাইল জয় লাভ করতে পারেনি।
৩০ জানুয়ারী সন্ধায় জেরুজালেমে আয়োজিত এক সংবাদ ব্রিফিংএ এই বিশেষ কমিটি সংক্ষিপ্তভাবে চূড়ান্ত তদন্ত রির্পোটের বিষয়বস্তু ব্যাখ্যা করেছে। তদন্ত কমিটি মনে করে, রাজনৈতিক নির্ধারন ও সামরিক পরিচালনায় সংশ্লিষ্ট নেতা ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন। এ ছাড়া, রাজনৈতিক ও সামরিক অংশের সমন্বয় ও সহযোগিতাও ভাল ছিল না। এ কমিটি আরও মনে করে, কেবল বলপ্রয়োগ নয় বরং রাজনৈতিক পদ্ধতির মাধ্যমে সরকারের সংঘর্ষ সমাধানের পথ খুঁজে বের করা উচিত।
উল্লেখ্য, এই তদন্ত রির্পোট প্রকাশিত হওয়ার আগে ইসরাইলের প্রধানমন্ত্রী এহুদ ওলর্মাট বলেন, তিনি পদত্যাগ করবেন না যদিও এই তদন্ত কমিটি তার জন্য প্রতিকূল রির্পোট দিচ্ছে।
|