৩০ জানুয়ারী কেনিয়ার পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বিবৃতিতে কেনিয়ার নেতাদের প্রতি সহিংসতা দমনের জন্য সর্বাত্মক যথাসাধ্য প্রচেষ্টা চালানোর আহবান জানানো হয়েছে। পাশাপাশি নিরাপত্তা পরিষদ জাতি সংঘের সাবেক মহাসচিব কোফি আনানের সংকট সমাধানের মধ্যস্থতাকে সমর্থন করে বলে জানানো হয়েছে।
এদিন নিরাপত্তা পরিষদের রূদ্ধ দ্বার বৈঠকে কেনিয়ার পরিস্থিতি সম্পর্কিত জাতিসংঘের রাজনীতি বিষয়ক উপ মহাসচিব লীন পাস্কোর রিপোর্ট পড়ে শোনানো হয়। নিরাপত্তা পরিষদের এই মাসের পালাক্রমিক চেয়ারম্যান , জাতিসংঘে লিবিয়ার স্থায়ী প্রতিনিধি তথ্য মাধ্যম দ্রুত এই বিবৃতি পৌঁছে দেন।
বিবৃতিতে বলা হয়, কেনিয়ায় নির্বাচনী অসন্তোষ থেকে একটানা সশস্ত্র সংঘর্ষে অনেকের নিহত, আহত ও গৃহচ্যূত হওয়ার ঘটনায় নিরাপত্তা পরিষদ সমবেদনা জানায়।
বিবৃতিতে আনানের মধ্যস্থতায় জাতীয় সংলাপের আয়োজনের জন্য কেনিয়ার দুই রাজনৈতিক সম্প্রদায়কে স্বাগত জানানো হয়েছে। বিবৃতিতে তাদেরকে সার্বিকভাবে সংলাপে অংশগ্রহণের তাগিদ দেয়া হয়। যাতে রাজনৈতিক উপায়ে সংঘর্ষ সমাধানে মতৈক্য পৌঁছানো যায়। (লিলি)
|