চীনের বেসামরিক প্রশাসন বিভাগের উপ মন্ত্রী লি লি গুও ৩১ জানুয়ারী পেইচিংএ বলেছেন, দুর্গত বিশেষ করে প্রান্তিক এলাকার দরিদ্র জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করার জন্য বিভিন্ন স্তরের বেসামরিক প্রশাসন বিভাগকে যথাসাধ্য চেষ্টা চালাতে হবে।
তিনি বলেন, বর্তমানে সারা চীনের অনেক জায়গায় নিম্ন তাপমাত্রা, টানা বৃষ্টি ও তুষাপাতের ফলে জনজীবন ভয়ংকর বিপর্যস্ত হয়ে পড়েছে। দুর্গত এলাকার জনসাধারণের জীবনযাত্রা স্বাভাবিক করার জন্য চীনের বিভিন্নস্তরের বেসামরিক প্রশাসন বিভাগ উপযুক্ত পদক্ষেপ নিচ্ছে । যোগাযোগ বিছিন্ন ও পরিবহন ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় প্রান্তিক এলাকায় জনসাধারণ বিভিন্ন অসুবিধার মুখে পড়েছে । খাদ্যের মজুদ সংকট মোকাবেলার পাশাপাশি শীতে গরম কাপড় যোগানোও অত্যন্ত জরুরী । এসব সমস্যা সমাধানের জন্য চীনের বেসামরিক প্রশাসন বিভাগ তহবিল ও ত্রাণ সামগ্রী এসব এলাকায় পাঠিয়েছে।
|