৩১ জানুয়ারি আফ্রিকান ইউনিয়নের ৩ দিন স্থায়ী দশম শীর্ষ সম্মেলন ঈথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় শুরু হয়েছে। এবারের সম্মেলনের মূল বিষয় হচ্ছে 'আফ্রিকান শিল্পের উন্নয়ন'।
জানা গেছে, মূল বিষয় ছাড়া শীর্ষ সম্মেলনে আফ্রিকান ইউনিয়নের ২০০৮ সালের বাজেট, আফ্রিকার নিরাপত্তা পরিস্থিতি, শান্তিরক্ষী মিশনের চ্যালেঞ্জ এবং এইডসসহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হবে। এ ছাড়াও, বর্তমান চেয়ারম্যান আলফা ওমর কোনারেকে স্থলাভিষিক্ত করার জন্য সম্মেলনে আফ্রিকান ইউনিয়েন কমিশনের নতুন চেয়ারম্যান নির্বাচিত হবেন। জাতিসংঘ মহাসচিব বান কি মুনেরও সম্মেলনে অংশ নিয়ে আফ্রিকার পরিস্থিতি ও কেনিয়া সংকটসহ বিভিন্ন সমস্যা নিয়ে ভাষণ দেবেন।
(খোং চিয়া চিয়া)
|