৩১ জানুয়ারি মার্কিন পররাষ্ট্র বিভাগের দক্ষিণ কোরিয়া বিভাগের পরিচালক সুং কিম পিয়ং ইয়ং-এ পৌঁছেছেন। তিনি উত্তর কোরিয়ার কর্মকর্তাদের সঙ্গে উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচীর আবেদন সমস্যা নিয়ে আলোচনা করবেন।
এ দিন বিকালে সুং কিম পেইচিং থেকে বিমান যোগে পিয়ং ইয়ং-এ পৌঁছেন। এটা গত বছরের ডিসেম্বর মাসের প্রথম দিকে কোরীয় উপদ্বীপের পরমাণু সমস্যা সংক্রান্ত ছ'পক্ষীয় বৈঠকে মার্কিন প্রতিনিধিদলের প্রধান, সহকারী পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার হিলের উত্তর কোরিয়া সফরের পর মার্কিন পররাষ্ট্র বিভাগের কোনো কর্মকর্তার প্রথম উত্তর কোরিয়া সফর।
বিমানবন্দরে সুং কিম বলেন, তিনদিনব্যাপী এবারের সফরের প্রধান লক্ষ্য হচ্ছে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পরমাণু কর্মসূচীর আবেদন সংক্রান্ত কিছু সমস্যা নিয়ে আলোচনা করা।
(খোং চিয়া চিয়া)
|