v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-01-31 18:57:46    
নতুন বছরে চীন কৃষির অবকাঠামো নির্মান কাজ আরো জোরদার হবে

cri
    ৩০ জানুয়ারী চীনের সরকারী সিনহুয়া বার্তা সংস্থা চীন সরকারের ২০০৮ সালের এক নম্বর দলিলপত্র প্রকাশ করেছে । এ দলিলপত্রে বলা হয়েছে , কৃষির অবকাঠামো নির্মানকাজ জোরদার করতে হবে , কৃষি উন্নয়ন ও কৃষকদের আয় বাড়াতে হবে , প্রধান কৃষিজাত পণ্যের সরবরাহ নিশ্চিত করতে হবে এবং কৃষকদের জীবনের নানা সমস্যা নিরসন করতে হবে। চীনের কেন্দ্রীয় অর্থ বিষয়ক নেতৃগ্রুপ কার্যালয়ের উপপ্রধান ছেন সি ওয়েন ৩১ জানুয়ারী বলেছেন , এ দলিলপত্র হলো গত পাঁচ বছরে চীন সরকারের পঞ্চম কৃষি সম্পর্কিত একনম্বর দলিলপত্র । এতে প্রমাণিত হয়েছে যে নতুন বছরেও কেন্দ্রীয়সরকার কৃষি , গ্রামাঞ্চল ও কৃষক সমস্যার ওপর বিশেষ গুরুত্ব দেবে ।

    গত শতাব্দীর আশির দশকে চীন সরকার টানা পাঁচ বছর ধরে কৃষি সম্পর্কিত এক নম্বর দলিলপত্র প্রকাশ করেছিল । সেই সময় কৃষি সম্পর্কিত এক নম্বরদলিলপত্রের প্রধান বিষয় ছিল কৃষকদের উত্পাদনের সক্রিয়তা বাড়ানোর জন্য পরিবার ভিত্তিক জমি বন্টন ব্যবস্থার বাস্তবায়ন তরান্বিত করা ।

     ২০০৪ সাল থেকে শহর ও গ্রামাঞ্চলের মধ্যে ব্যবধান কমানো , কৃষকের আয় বাড়ানো এবং খাদ্যশস্য উত্পাদন নিশ্চিত করার জন্য সরকার আবার প্রতি বছর কৃষি ও কৃষক সম্পর্কিত এক নম্বর দলিলপত্র প্রকাশ করতে শুরু করে । দলিলপত্র অনুসারে চীনে সব কৃষি কর মওকুফ করা হয়েছে , কৃষকদের উত্পাদন ভর্তুকি বাড়ানো হয়েছে , দেশের অবকাঠামো নির্মাণের প্রধান কাজ গ্রামাঞ্চলে স্থানান্তরিত করা হয়েছে এবং গ্রামাঞ্চলের শিক্ষা , চিকিত্সা ও সাংস্কৃতিক কাজের ওপর আরো বেশী গুরুত্ব দেয়া হয়েছে । একটি পরিসংখ্যান থেকে জানা গেছে , ২০০৩ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত কেন্দ্রীয় সরকার কৃষি ও কৃষকদের জন্য মোট ১.৬ ট্রিলিয়ন ইউয়ান বরাদ্দ করেছে ।

    ছেন সি ওয়েন বলেন , এ বছরের একনম্বর দলিলপত্রের প্রধান বিষয় হল কৃষির অবকাঠামো নির্মাণ জোরদার করা । তিনি বলেন , গ্রামাঞ্চলের উন্নয়ন ঠিকমতো চলছে । তবে এখনও অনেক অন্তর্নিহিত সমস্যা রয়েছে । সবচেয়ে বড় সমস্যা হল কৃষির ভিত্তি যথেষ্ট মজবুত নয়। সীমাবদ্ধ কৃষিজতিমে আরো বেশি পণ্য উত্পাদন , কৃষির কার্যকারিতা বাড়ানো এবং কৃষকের আয় আরো বাড়ানোর জন্য জরুরি কাজ হলো, কৃষির টেকসই ও স্থিতিশীল উন্নয়ন নিশ্চিত করা , কৃষিপণ্যে বাজারের চাহিদা মেটানো এবং কৃষকের আয় বাড়ানোর জন্য চীনের কৃষির অবকাঠামো নির্মাণ আরো জোরদার করা ।

    ছেন সি ওয়েন বলেন , গত বছর নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও কৃষির স্থিতিশীল উন্নয়ন হয়েছে । কৃষি উত্পাদনের মোট মূল্য দাঁড়িয়েছে ২.৮৯ ট্রিলিয়ন ইউয়ান , খাদ্যশস্যের মোট পরিমান পাঁচ শ' বিলিয়ন কিলোগ্রাম । তবে প্রতিকূল প্রাকৃতিক পরিবেশের কারণে চীনের কৃষি পণ্যের উত্পাদন পুরোপুরি চাহিদা মেটাতে পারছে না । চীনের কৃষি পণ্যের মানের সঙ্গে আন্তর্জাতিক বাজারের মানের এখনও ব্যবধান রয়েছে । কৃষিখাতে সরকারের বরাদ্দ এখনও যথেষ্ট নয় , গ্রামাঞ্চলের পরিচালনা ও সেবা ব্যবস্থা এখনও কৃষকদের চাহিদা মেটাতে পারছে না । এ সব কারণেই চীন সরকার কৃষির অবকাঠামো নির্মাণ অব্যাহতভাবে জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে ।

    ছেন সি ওয়েন বলেন গত বছর কেন্দ্রীয় সরকার কৃষি ক্ষেত্রে২০০৬ সালের ৮০ বিলিয়ন ইউয়ান বেশি বরাদ্দ করেছে । ইতিহাসে গত বছরই কৃষি খাতে সরকার সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ করেছে । এ বছর কৃষি খাতে কেন্দ্রীয় সরকারের বরাদ্দ গত বছরকে ছাড়িয়ে যাবে । বৃদ্ধির পরিমান এক শ' বিলিয়নের বেশি হবে ।

    জানা গেছে এ বছর কৃষির অবকাঠামো নির্মান , বিশেষ করে ছোট জলসেচ ব্যবস্থা ও নিরাপদ জলাধারের কাজ এবং কৃষকদের আরো বেশি ভর্তুকি দেয়া বাবদ সরকার আরো বেশি বরাদ্দ করবে । গ্রামাঞ্চলের পানি , বিদ্যুত , রাস্তা ও গ্যাস ব্যবস্থা নির্মাণেও বিনিয়োগ বাড়ানো হবে ।