২০০৭ সালের চেয়ে গ্রাম, কৃষক এবং কৃষি খাতে ২০০৮ সালে চীনের কেন্দ্রীয় বরাদ্দ ১০০ বিলিয়ন রেনমিনপিরও বেশি বাড়ানো হবে বলে আশা করা হচ্ছে।
চীনের কেন্দ্রীয় অর্থ নেতৃ কার্যালয়ের উপ-পরিচালক ছেন সিওয়েন ৩১ জানুয়ারী প্রেস ব্রিফিংয়ে বলেন, চলতি বছর কেন্দ্রীয় অর্থ প্রধানত কৃষির অবকাঠামোর নির্মাণে বরাদ্দ করা হবে। পাশাপাশি গ্রামাঞ্চলের পানি, বিদ্যুত্, সড়ক এবং গ্যাসসহ উত্পাদন ও জীবনের সঙ্গে জড়িত অবকাঠামোর নির্মাণ জোরদার করা হবে।
২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত কৃষি, গ্রাম এবং কৃষক ক্ষেত্রে চীনের কেন্দ্রীয় অর্থের মোট বরাদ্দ ১.৬ ট্রিলিয়ন রেনমিনপির মতো। (লিলি)
|