যুক্তরাষ্ট্রের উদ্যোগে প্রধান প্রধান অর্থনৈতিক গোষ্ঠীগুলোর জ্বালানীসম্পদের নিরাপত্তা এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক দ্বিতীয় সম্মেলন ৩০ জানুয়ারী হাওয়াইতে শুরু হয়েছে। ১৬টি বৃহত্ অর্থনৈতিক দেশ, জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা আমন্ত্রিত হয়ে এবারের সম্মেলনে অংশ নিয়েছেন।
এবারের সম্মেলনের উদ্দেশ্য হলো গত বছরের শেষ নাগাদ জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘ সম্মেলনে গৃহীত বালি দ্বীপ রোড ম্যাপে নির্ধারিত কয়েকটি বিষয় বাস্তবায়ন করা এবং আগামী বছরের আগে জলবায়ু পরিবর্তনে উদ্ভূত নতুন সমস্যা নিয়ে আলোচনা আয়োজনের জন্য বিভিন্ন দেশকে সাহায্য করা।
জাতি সংঘ জলবায়ু পরিবর্তন কাঠামো চুক্তি বিষয়ক সচিবালয়ের প্রতিনিধি বলেন, শিল্পোন্নত দেশগুলোর উচিত অব্যাহতভাবে বিষাক্ত গ্রীনহাউস গ্যাসের নিঃসরণ কমানোর প্রধান দায়িত্ব পালন করা। কিন্তু জলবায়ু পরিবর্তন মোকাবেলার কার্যক্রম নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে সব প্রধান প্রধান অর্থনৈতিক গোষ্ঠীর দায়িত্ব। (লিলি)
|