v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-01-31 18:06:04    
যুক্তরাষ্ট্রের অর্থনীতি কোন দিকে?

cri

    ৩০ জানুয়ারী মার্কিন ফেডারেল রিজার্ভ কমিটি সুদের হার পুনরায় ০.৫ শতাংশ কমিয়ে ৩ শতাংশ নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে। অর্থনীতির নিম্নমুখী প্রবণতা রোধ করার জন্য গত সেপ্টেম্বর মাস থেকে মার্কিন ফেডারেল রিজার্ভ কমিটি পঞ্চমবারের মতো সুদ কমালো । এর আগে ২২ জানুয়ারী ফেডারেল রিজার্ভ কমিটির সুদের হার ০.৭৫ শতাংশ কমানোর পর মাত্র এক সপ্তাহের ব্যবধানে এটি দ্বিতীয়বারের মতো সুদ কমানোর ঘটনা।

    এদিন মার্কিন ফেডারেল রিজার্ভ কমিটি এক বিবৃতিতে বলেছে , সুদ কমানোর পদক্ষেপ মার্কিন অর্থনীতি তেজি হয়ে ওঠার জন্য সহায়ক হবে এবং সংশ্লিষ্ট আর্থিক ঝুঁকিও কম বে বলে ধারনা করা হচ্ছে। তবে এর ব্যাপারে অর্থনীতি বৃদ্ধির ঝুঁকিও রয়েছে। অর্থনীতি বৃদ্ধিজড়িত সংশ্লিষ্ট সংকট মোকাবেলার জন্য মার্কিন ফেডারেল রিজার্ভ কমিটির আর্থিক বাজার ও অর্থনৈতিক উন্নয়নের ভবিষ্যত্ পর্যালোচনা করা জরুরি । বিবৃতিতে আরো বলা হয়, মার্কিন আর্থিক বাজার আরও বড় ধরণের চাপের মুখে পড়তে পারে । বেশি ঋণ দেওয়া হলে রিয়েল এস্টেট এবং শ্রম-শক্তি বাজারের সমস্যা আরও উদ্বেগজনক হয়ে উঠতে পারে।

    সংশ্লিষ্ট একজন বিশ্লেষক বলেন, ফেডারেল রিজার্ভ কমিটির কম সময়ের ব্যবধানে পুনরায় সুদ কমানোর লক্ষ্য হচ্ছে অর্থনীতির নিম্নমুখী প্রবণতা প্রতিরোধ করা। একই সঙ্গে আর্থিক বাজার স্থিতিশীল করা এবং পুঁজি বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনার জন্য সহায়তা দেয়া। তবে সর্বশেষ পরিসংখ্যান থেকে জানা গেছে, সুদ কমানোর পদক্ষেপে অভিষ্ট লক্ষ্য অর্জিত হবে কিনা তা এখনো পরিষ্কার নয়।

    মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের ৩০ জানুয়ারী প্রকাশিত এক পরিসংখ্যান থেকে জানা গেছে, গতবছরের চতুর্থ তৃতীয়াংশে যুক্তরাষ্ট্রের অর্থনীতির প্রবৃদ্ধি হার মাত্র ০.৬ শতাংশ । যা গত তৃতীয় চতুর্থাংশের তুলনায় ৪.৯ শতাংশ কম। ২০০৭ সালে সারা বছরে মার্কিন অর্থনীতির গড় প্রবৃদ্ধি হার ২.২ শতাংশ। গত পাঁচ বছরে এটি সর্বনিম্ন। ২৯ জানুয়ারী আন্তর্জাতিক মুদ্রা তহবিল আই এম এফ অনুমান করেছে, এ বছর মার্কিন অর্থনীতির প্রবৃদ্ধি হার হবে ১.৫ শতাংশ। আই এম এফ বলেছে, গত চতুর্থ তৃতীয়াংশে মার্কিন অর্থনীতিতে নিম্নমুখী প্রবণতা শুরু হয়েছে। একই সঙ্গে নির্মাণ শিল্প , বসতবাড়ি, কর্মসংস্থান এবং কেনা-বেচাসহ বিভিন্ন খাতে ব্যাপক নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে । ২৮ জানুয়ারী মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় প্রকাশিত এক রিপোর্টে বলা হয়, গতবছর যুক্তরাষ্ট্র নতুন বসতবাড়ির বিক্রির হার ব্যাপক কমে গেছে। এর পরিমাণ ২০০৬ সালের তুলনায় ২৬.৪শতাংশ কমেছে । রিপোর্ট আরো বলা হয়,গতবছর  নতুন বসতবাড়ি বিক্রির গড় দাম ২০০৬ সালের তুলনায় মাত্র ০.২ শতাংশ বেশি ছিল । ১৬ বছররন মধ্যে এটি সর্বনিম্ন বৃদ্ধির হার। মার্কিন সংবাদমাধ্যম বলেছে,বসতবাড়ি বাজার হচ্ছে মার্কিন অর্থনৈতিক কাঠামোর একটি গুরুত্বপূর্ণ অংশ। সুতরাং কিছু কিছু অর্থনীতিবিদ উদ্বেগ প্রকাশ করেছেন যে, রিয়েল এস্টেট বাজারে মন্দা সারা দেশের অর্থনীতির নিম্নমুখী প্রবণতাকে আরো ত্বরান্বিত করতে পারে।

    মার্কিন অর্থনীতির অব্যাহ বৃদ্ধির জন্য ফেডারেল রিজার্ভ কমিটির সুদ কমানোর পদক্ষেপ ছাড়াও মার্কিন সরকার কংগ্রেসের সঙ্গে একটি ১৪৬ বিলিয়ন মার্কিন ডলারের অর্থনৈতিক পরিকল্পনার ব্যাপারে মতৈক্যে পৌঁছেছে। এসপ্তাহে এ পরিকল্পনা মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে গৃহীত হয়। তবে এসব ব্যবস্থার পরও বেশির ভাগ অর্থনীতিবিদের সন্দেহ কাটেনি । যদি কোনো একটি অর্থনৈতিক সংস্থাকে ৬ মাসের মধ্যে ৫বার সুন্দ কমাতে হয়। তাহলে এটি অর্থনীতির নিম্নমুখী প্রবণতারই প্রতিফলন। মাকিন ফেডারেল রিজার্ভ কমিটির সুদ কমানোর পদক্ষেপ হয়তো আগামী ৬ মাসের জন্য কার্যকর রাখতে পারে। --ওয়াং হাইমান