৩০ জানুয়ারী কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হার্পারের মুখপাত্র সান্ড্রা বাকলার বলেছেন, এদিন হার্পার মার্কিন প্রেসিডেন্ট বুশের সঙ্গে ফোনে আলাপ করার সময় বলেছেন, ন্যাটো আফগানিস্তানে সৈন্য না বাড়ালে আগামী বছর সেখান থেকে কানাডা সৈন্য প্রত্যাহার করবে।
বাকলার বলেন, হার্পার বুশকে জোর দিয়ে বলেছেন, ন্যাটো দেশগুলোর আফগানিস্তানে সৈন্য বাড়ানো এবং কানাডার বাহিনীকে সামরিক সাজ-সরঞ্জাম সরবরাহ করা উচিত।
অন্য এক খবরে জানা গেছে, ন্যাটোর মুখপাত্র জেমস আপাথুরাই ৩০ জানুয়ারী কানাডাকে আফগানিস্তানে অব্যাহতভাবে সৈন্য মোতায়েন রাখার আহ্বান জানিয়েছেন। তিনি মিত্র দেশগুলোকে আফগানিস্তানে সৈন্য বৃদ্ধির তাগিদও দিয়েছেন।(লিলু)
|