বৈশ্বিক উষ্ণায়ন এবং সমুদ্রের তাপমাত্রা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বে ঘন ঘন গ্রীষ্মমন্ডলীয় ঝড় হচ্ছে। এর সঙ্গে দেখা দিচ্ছে প্রবল বৃষ্টি ও পাহাড়ী ঢল, পাহাড় ধস ও কাদাস্রোতসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ। ২০০৭ সালে পৃথিবীতে অনেক বিপর্যয়কর গ্রীষ্মমন্ডলীয় ঝড় হয়েছে। এতে বহু মানুষ হতাহত ও ব্যাপক অর্থনৈতিক ক্ষতি হয়েছে। এর মধ্যে প্রধান প্রধান ঝড়গুলো হচ্ছেঃ
২০০৭ সালের ১৫ থেকে ১৭ মার্চ পর্যন্ত উত্তর-পূর্ব মাদাগাস্কার অঞ্চলে তীব্র গ্রীষ্মমন্ডলীয় ঝড় বয়ে গেছে। এতে ব্যাপক বন্যা দেখা দেয় এবং পরিবহন, বিদ্যুত্ সরবরাহ ও যোগাযোগ ব্যবস্থা তছনছ হয়ে যায়। কমপক্ষে ৩৬জন এতে নিহত এবং ১৪ হাজার লোক গৃহহারা হয়। অর্থনৈতিক ক্ষতির পরিমান ছিল দশ কোটি মার্কিন ডলার ।
৬ জুন ওমানের পূর্ব উপকূলে গ্রীষ্মমন্ডলীয় ঝড় আঘাত হানে। কমপক্ষে ২৫জন এতে নিহত হয়। এ ছাড়াও ওমান, ইরান, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবসহ বিভিন্ন উপকূলীয় অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়।
১৬ আগস্ট দক্ষিণ-পশ্চিম আমেরিকার টেকসাস অঙ্গরাজ্য গ্রীষ্মমন্ডলীয় ঝড় বয়ে যায়। এতে কিছু এলাকা বন্যায় প্লাবিত ও যোগাযোগ বিপর্যস্ত হয়ে যায় এবং প্রায় ২০ হাজার পরিবার বিদ্যুতহীন হয়ে পড়ে এবং কমপক্ষে ৭জন নিহত হয়। এরপর, গ্রীষ্মমন্ডলীয় ঝড়ের প্রভাবে মধ্য আমেরিকার কিছু এলাকা বন্যা কবলিত হয় এবং কমপক্ষে ২৬জন নিহত হয়।
৪ সেপ্টেম্বর প্রবল গ্রীষ্মমন্ডলীয় ঝড় মধ্য আমেরিকার দেশগুলোতে আঘাত হানে। নিকারাগুয়া, হন্ডুরাস ও গুয়াতেমালাসহ বিভিন্ন দেশে গুরুতর দুর্যোগ দেখা দেয়। বিশেষ করে নিকারাগুয়ায় ৬৭জন নিহত, ১৩৮জন নিখোঁজ এবং প্রায় ১.৫ লাখ লোক দুর্গত হয়ে পড়ে।
২৮ অক্টোবর ডোমিনিকান প্রজাতন্ত্র ও হাইতিসহ ক্যারিবীয় দ্বীপ পুঞ্চের বিভিন্ন দেশে গ্রীষ্মমন্ডলীয় ঝড়ের সঙ্গে সঙ্গে মুষলধারে বৃষ্টি থেকে বন্যা দেখা দেয়। ৯০জনেরও বেশি মানুষ এতে নিহত এবং ৪০জনেরও বেশি নিখোঁজ হয় এবং হাজার হাজার ঘর বিধ্বস্ত হয়।
১৫ নভেম্বর স্মরণকালের মধ্যে সবচেয়ে প্রলয়ংকরী গ্রীষ্মমন্ডলীয় ঝড় বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম অঞ্চল তছনছ করে দেয়। বাংলাদেশের ৬৪টি জেলার মধ্যে ৩০টিই বিপর্যস্ত হয়ে পড়ে। এতে ৪ হাজারের বেশি লোক নিহত বা নিখোঁজ হয় এবং ৮০ লাখ মানুষ দুর্গত হয়ে পড়ে। অর্থনৈতিক ক্ষতি হয় ২৩০ কোটি মার্কিন ডলারেরও বেশি।
১১ ডিসেম্বর গ্রীষ্মমন্ডলীয় ঝড় ডোমিনিকান প্রজাতন্ত্রের দক্ষিণ-পূর্ব উপকূলীয় এলাকায় আঘাত হানে। এতে ২৫জন নিহত এবং ৪৯ হাজার লোক দুর্গত হয়ে পড়ে।
|