v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-01-30 19:39:13    
চীনের উন্নয়ন সম্পর্কে কয়েকজন বিদেশীর ধারণা

cri
প্রিয় শ্রোতাবন্ধুরা , চেং চৌ হচ্ছে মধ্য চীনের হোনান প্রদেশের রাজধানী । গত কয়েক বছরে চেং চৌয়ের অর্থনীতি ও সমাজের দ্রুত উন্নয়নের সংগে সংগে আরো বেশি সংখ্যক বিদেশী নাগরিক এখানে এসে লেখাপড়া ও কাজ করছেন । এখানে তারা নিজেদের চোখে চেং চৌ ও হোনান প্রদেশের পরিবর্তন দেখেছেন এবং চীনের উন্নয়ন অনুভব করেছেন । আজকের অনুষ্ঠানে চেং চৌতে কর্মরত দুজন বিদেশীর কাহিনী শোনাচ্ছি আমি শি চিং উ । নারী শিল্পপতি ইয়ান লি একজন চীনা বংশোদ্ভুত কানাডিয়ান নাগরিক । তার বয়স ষাটের কাছাকাছি । তিনি কানাডার প্রবাসী চীনাদের শিল্পপ্রতিষ্ঠান সমিতির ভাইস চেয়ারম্যান । কয়েক বছর আগে তিনি হোনান প্রদেশের রাজধানী চেং চৌতে আসেন এবং এখানে তার ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নেন । নিজের এ সিদ্ধান্ত সম্পর্কে তিনি বলেন , বেশ কিছু লোক হোনান প্রদেশের উন্নয়ন সম্পর্কে আশাবাদী । একদিকে এ প্রদেশের জনসংখ্যা খুব বেশি । অন্যদিকে আমাদের কয়েক বছরের পর্যবেক্ষণ অনুসারে আমরা বুঝতে পেরেছি , এখানকার সরকারী কর্মকর্তাদের দৃষ্টিভংগী ও কর্মদক্ষতা বেশ ভালো । আমাদের জন্যে এখানকার বাণিজ্যিক পরিবেশ ও অবস্থা চমত্কার । চেং চৌয়ের পূর্বদিকে রয়েছে একটি নতুন নগর । এর নাম চেং তুং নতুন নগর । চেং চৌয়ের ভবিষ্যত কেন্দ্রস্থল হবে এটি । এ নতুন নগরে অফিস-আদালত এবং বিজ্ঞান ও প্রযুক্তি , শিক্ষা , সংস্কৃতি , বাণিজ্য ও আবাসিক ভবন স্থান পাবে । বহুবার সম্ভাব্যতা যাচাইয়ের পর ইয়ান লি এখানে পুঁজি বিনিয়োগ করে "ভানকুভার প্লাজা" নামে একটি রিয়েল এস্টেট প্রকল্প নির্মাণের কাজ হাতে নেন । তিনি এখানে উত্তর আমেরিকান স্থাপত্যরীতির কয়েকটি দালানকোঠা নির্মাণের পরিকল্পনা নেন । দালানকোঠাতে আবাসিক ভবন , বাণিজ্যিক প্রতিষ্ঠান ও অফিস থাকবে । এমন একটি প্রকল্প নির্মাণের ব্যাপারে তারও সংশয় ছিল । তবে এ দালানকোঠার আগাম বিক্রিতে তিনি যে সাড়া পেয়েছেন , তাতে তার সমস্ত উদ্বেগ দূর করেছে । তিনি বলেন , দালানকোঠার আগাম বিক্রির অবস্থা বেশ ভালো । প্রথম কিস্তিতে আমরা শতাধিক ফ্ল্যাইট বাড়ি বিক্রি করতে চেয়েছিলাম । অথচ এখন প্রায় ৭ শ' লোক এসব বাড়ি কেনার জন্যে আবেদন করেছেন । এতে আমরা অত্যন্ত সনতুষ্ট । গত কয়েক বছরে হোনান প্রাদেশিক সরকার নিরবচ্ছিন্নভাবে পুঁজি বিনিয়োগের পরিবেশ উন্নত করে আসছে এবং পুঁজি আকর্ষণের জন্যে বেশ কিছু সুবিধাজনক নীতি চালু করেছে । ফলে বিদেশী পুঁজি ব্যবহারের পদ্ধতি বৈচিত্র্যময় হয়ে উঠেছে এবং বিদেশী পুঁজি বিনিয়োগের ক্ষেত্র সম্প্রসারিত হচ্ছে । চেং চৌয়ের চেং তু নতুন নগর কর্তৃপক্ষ এ নগরের শিল্প উন্নয়নের সংগে সংগতিপূর্ণ বিদেশী পুঁজিবিনিয়োজিত শিল্পপ্রতিষ্ঠানগুলোকে পুরস্কৃত করার পাশাপাশি বিদেশী ব্যবসায়ীদেরকে সার্বক্ষণিক সেবা প্রদানের চেষ্টা করছ । চীন সরকারের সুবিধাজনক ব্যবস্থায় ইয়ান লি অভিভূত হয়েছেন । তিনি বলেন , এ প্রকল্প নিয়ে আলোচনার শুরু থেকেই চেং তুং নতুন নগর কর্তৃপক্ষ ও চেং চৌ পৌর সরকার সবসময় আমাদের প্রতি সদিচ্ছা প্রকাশ করেন এবং আমাদের জন্যে অনেক অসুবিধা দূর করেছে । আজ ভানকুভার প্লাজা নির্মাণের কাজ শুরু হয়েছে । অদূর ভবিষ্যতে এখানে উত্তর আমেরিকান স্থাপত্যরীতির দালানকোঠা উঠবে । হোনান প্রদেশ ও চীনে তার ভবিষ্যত পুঁজি বিনিয়োগ সম্পর্কে ইয়ান লি বলেন , এ সম্পর্কে আমি পুরোপুরিই আস্থাবান । গত দুয়েক বছরের পর্যবেক্ষণের মাধ্যমে আমি বুঝতে পেরেছি , হোনান প্রদেশের সাংস্কৃতিক পরিবেশ ও মানুষের প্রকৃতি বেশ ভালো । এ প্রদেশের সুগভীর সাংস্কৃতিক আমেজ রয়েছে । এমন এক রকম পরিবেশে লোকেরা অনেক জিনিস উদ্ভাবন করতে সক্ষম । তাছাড়া এখানকার সরকার উদার ও দক্ষ । তাদের সহায়তায় আমরা এখানে হোনান প্রদেশের সম্পদ ভোগ করতে পারি । সুযোগের সদ্ব্যবহার করতে পারলে এখানে অনেক সুযোগ মিলতে পারে । গত কয়েক বছরে চেং চৌয়ের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন ও উন্মুক্তকরণের মাত্রা বৃদ্ধির সংগে সংগে আরো বেশি সংখ্যক বিদেশী নাগরিক এখানে লেখাপড়া ও কাজ করতে এসেছেন । পুঁজি বিনিয়োগকারী ব্যবসায়ীদের পাশাপাশি বিদেশী ছাত্রছাত্রী ও শিক্ষকদের সংখ্যাও বেড়ে চলেছে । চেং চৌ বিশ্ববিদ্যালয়ের নতুন কাম্পাস চেং তুং নতুন নগরের পশ্চিম দিকে প্রায় ১০ কিলোমিটার দূরে অবস্থিত । যু্ক্তরাষ্ট্র থেকে আসা গ্রিন রান্ডি এ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন । তিনি রোজ কাম্পাসের মনোরম গলি দিয়ে দশ মিনিট হেটে হেটে ক্লাসরুমে আসেন এবং চীনা ছাত্রছাত্রীদের জন্যে ইংরেজী লেখা পড়ান । ২০০৪ সালে একজন চীনা বন্ধুর সুপারিশে রান্ডি তার দেশের বাড়ি মিসুরি অংগরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ের কাজ ছেড়ে চেং চৌ বিশ্ববিদ্যালয়ে আসেন । এর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন , আমার চীনে আসার পেছনে অনেক কারণ আছে । এখানে বলা দরকার , অধিকাংশ মার্কিন নাগরিক চীন সম্পর্কে খুব কম জানেন । তবে তারা চীন সম্পর্কে অনেককিছু জানতে চান । কেন না , আমরা সবাই জানি যে , চীনের অর্থ ভবিষ্যত ।চীনে রয়েছে বিপুল সংখ্যক লোক । অদূর ভবিষ্যতে চীন বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজারে পরিণত হবে । রান্ডি বলেন , যখন তিনি সবেমাত্র চীনে আসেন , তখন তার একজন বন্ধুও ছিল না এবং একেবারে চীনা ভাষা জানতেন । চীন ও যুক্তরাষ্ট্রের সাস্কৃতিক ব্যবধানেও তিনি অত্যন্ত অনভ্যস্ত ছিলেন । তবে বিশ্ববিদ্যালয় তার জন্যে বেশ সুযোগ-সুবিধা দিয়েছে । চীনা ছাত্রছাত্রীদের আচার-ব্যবহারেও তিনি সন্তুষ্ট । এখন রান্ডি অনেক চীনা বন্ধুকে পেয়েছেন । তিনি কিছু চীনা ভাষাও বলতে পারছেন । অবসর সময় তিনি চীনের বিভিন্ন স্থানের দর্শনীয় স্থান ভ্রমণ করতে যান । একই সময় তিনি চীনা ছাত্রছাত্রীদের আস্থা ও ভালোবাসাও অর্জন করেছেন । চেং চৌ বিশ্ববিদ্যালয়ের বিদেশী ভাষা ইন্স্টিটিউটের ছাত্রী সুং সু মিন বলেন , আসলে তিনি বেশি দিন চীনে আসেন নি । তবে তিনি চীনের সংস্কৃতির সংগে নিজেকে খাপ খাইয়েছেন । আমাদের সংগে মেলামেলার সময়ও তিনি আমাদের অভ্যেস মেনে চলেন । পাশাপাশি তিনি আমাদেরকে বলেন , এ সম্পর্কে পশ্চিমাদের ধারণা ও মনোভাব কি । এমনি করলে চীনের সংস্কৃতির সংগে তার কখনো সংঘাত হয় নি , বরং তার সহায়তায় চীনের ছাত্রছাত্রীরাও অন্য দেশগুলোর সংস্কৃতি সম্পর্কে বাস্তব ধারণা পান । চীনের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে রান্ডি বলেন , চীন ও যুক্তরাষ্ট্রের শিক্ষা ব্যবস্থার মধ্যে অনেক পার্থক্য রয়েছে । সবচেয়ে বড় তফাত হচ্ছে চীনের বিপুল জনসংখ্যা এবং শিক্ষা সম্পদের আপেক্ষিক ঘাটতি । যুক্তরাষ্ট্রের তুলনায় চীনের শিক্ষাদানের কর্তব্য আরো দুরূহ । মার্কিন ছাত্রছাত্রীরা লেখাপড়ায় মনোযোগ দেয় । তবে চীনা ছাত্রছাত্রীরা আরো অধ্যবসায়ের সংগে পড়াশোনা করে । চীনের শিক্ষা ব্যবস্থা বেশ সফল । বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকদের সংখ্যা বেড়ে চলেছে । অধিকাংশ স্নাতক ছাত্রছাত্রী কার্যকর চ্যানেলে উপযুক্ত চাকরী পেতে পারে ।