৩০ জানুয়ারি পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের রাজধানী পেশোয়ারের একটি ভবনে বোমা বিস্ফোরণ৩ জন নিহত হয়েছে।
পাকিস্তান সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে, পেশোয়ারের ঐ ভবনটিতে বিস্ফোরণের পর পরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন জনের লাশ এবং একটি হাতবোমা উদ্ধার করেছে।
জানা গেছে, একই দিন সকালে একই অঞ্চলের একটি অডিও ও ভিডিও দোকানেও বিস্ফোরণ ঘটেছে। এতে দোকানের দেয়াল বিধ্বস্ত হয়েছে, তবে কেউ হতাহত হয়নি।
পুলিশ জানায়, দু'টি বিস্ফোরণই সম্ভবত একই অপরাধী ঘটিয়েছে। অন্য আরেক খবরে বলা হয়, নিহত তিন জন হয়তো বোমা তৈরী করার সময় বিস্ফোরণটি ঘটেছে। (ইয়াং ওয়েই মিং)
|